ঘরের মাঠে হারল মেসি-এমবাপেরা
২০ মার্চ ২০২৩ ০৮:১৭
কিলিয়ান এমবাপে এবং লিওনেল মেসি মিলেও ভাঙতে পারল না রেঁনে রক্ষণ দূর্গ। উল্টো দুই দুটি গোল হজম করে ঘরের মাঠেই হারলে হলো প্যারিস সেইন্ট জার্মেইকে।
রোববার (১৯ মার্চ) ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে ২-০ গোলে হেরেছে ক্রিস্তফ গালতিয়ের দল। একাম্বির গোলে রেঁনে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আহনু কালিমেন্দু। মৌসুমে দুই দলের প্রথম দেখায় রেঁনের মাঠে ১-০ গোলে হেরেছিল পিএসজি।
ঘরের মাঠে শুরুটা ম্যাড়মেড়ে করেও ২২ মিনিটের মাথায় প্রতি আক্রমণে বল জালে জড়ান কিলিয়ান এমবাপে। তবে অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায়। মিনিট দুই পরে দারুণ এক প্রতি আক্রমণে এবার অফসাইডের ফাঁদ ভেঙে ডি বক্সে ঢুকে পড়েন এমবাপে। বলও পেয়ে যান তিনি তবে এবার শট লক্ষ্যে রাখতে পারেননি।
লিওনেল মেসির থ্রু পাস ধরে ম্যাচের ২৬ মিনিটের মাথায় ডি বক্সে ঢুকে গোলরক্ষকের সঙ্গে ওয়ান-অন-ওয়ান অবস্থা তৈরি করেন এমবাপে। তবে চিপ শট করলেও তা গোলরক্ষককের বরাবর মারেন এমবাপে। গোলরক্ষকের মুখে লেগে ফিরে আসা বল দৌড়ে গিয়েও শট নিতে পারেননি এমবাপে।
পিএসজির চাপের মুখে ভেঙে তো পড়েইনি। উল্টো ৪৫ মিনিটের মাথায় ম্যাচে গোল বরাবর নিজেদের প্রথম শটেই গোল আদায় করে নেয় রেঁনে। মাঝমাঠ থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো থ্রু বল ডি বক্সের মুখে পায়ের পাতার আলতো ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে ভিতরে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন ক্যামেরুনের ফরোয়ার্ড।
প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়া পিএসজি দ্বিতীয়ার্ধে গোল শোধ করবে কি উল্টো শুরুতেই আরও একটি গোল হজম করে বসে। ৪৮ মিনিটের মাথায় বাঁ দিক থেকে সতীর্থের পাস ছয় গজ বক্সে পেয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান ফ্রেঞ্চ ফরোয়ার্ড কালিমেন্দু।
দুই গোলে এগিয়ে যাওয়া রেঁনে এবার রক্ষণে জোর দেয়। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপেরা চেষ্টা কম করেনি। কিন্তু কিছুতেই রেঁনের জমাট বাধা রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ৬৮তম মিনিটে তৃতীয় গোল খেতে বসেছিল পিএসজি। একাম্বির বাঁকানো শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে রক্ষা পায় প্যারিসিয়ানরা।
লিগ ওয়ানে টানা চার জয়ের পর হারল ক্রিস্তফ গ্যালতিয়ের দল। অবশ্য পয়েন্ট টেবিলে এখনও বড় ব্যবধানে এগিয়েই শীর্ষে আছে তারা; ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। সমান ম্যাচে ৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে অলিম্পিক মার্সেই। ৫০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রেন।
সারাবাংলা/এসএস
কিলিয়ান এমবাপে টপ নিউজ পিএসজি বনাম রেঁনে ফ্রেঞ্চ লিগ ওয়ান লিওনেল মেসি