Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেঞ্চুরি মিসেও আক্ষেপ নেই হৃদয়ের

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৩ ০৮:১৮

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে অভিষেক হলো তৌহিদ হৃদয়ের। আর অভিষেকেই বাজিমাৎ করেছেন তরুণ এই ব্যাটার। তবে সামনে ছিল ইতিহাস গড়ার হাতছানি। প্রথম বাংলাদেশি এবং ১৭তম ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচেই শতকের দেখা পেতে পারতেন তিনি। তবে সামান্যের জন্য হয়েছে তা হাতছাড়া। তবে এ নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই তৌহিদ হৃদয়ের। যা করেছেন তা নিয়েই সন্তুষ্ট এই ব্যাটার। নার্ভাস নাইন্টিজে আউট হলে বলেন, ‘আমি শুরুতেও আউট হতে পারতাম।’

বিজ্ঞাপন

সিলেটে ৮১ রানে যখন ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ তখন সবাই ভেবেই রেখেছিলেন ক্রিজে আসছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমই। তবে সবাইকে অবাক করে দিয়ে এই ম্যাচেই অভিষেক হওয়া তৌহিদ হৃদয়কে পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠানো হয়। সাকিব আল হাসানের সঙ্গে ১৩৫ রানের দুর্দান্ত এক জুটি গড়ে বাংলাদেশকে চাপ থেকে বের করে আনেন। এরপর অর্ধশতক ছুঁয়ে ব্যাট ছোটান সেঞ্চুরির পথে।

তবে সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থাকতে হতাশায় পুড়তে হলো তৌহিদ হৃদয়কেও। ৪৬তম ওভারের পঞ্চম বল হিউমের ইয়র্কার বল উড়িয়ে মারতে গিয়ে বলের লাইন মিস করেন। আর তাতেই বোল্ড হয়ে ফিরতে হলো হৃদয়কে। আউট হওয়ার আগে ৮৫ বলে দুটি ছক্কা আর ৮টি চারে ৯২ রান করেন তিনি। তার দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ পায় রেকর্ড পুঁজি। আর ম্যাচও জিতে নেয় রেকর্ড গড়ে।

এমন জয়ের পরও আলোচনা হৃদয়ের সেঞ্চুরি মিস করা নিয়ে। বিশেষকরে যখন বিশ্বরেকর্ড ছিল সামনে। কিন্তু এতে কোনো ধরণের আক্ষেপ নেই হৃদয়ের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি শুরুতে আউট হতে পারতাম। যেটা হয়েছে সেটা আলহামদুলিল্লাহ। যেটা হয়েছে শুকরিয়া।’

নিজে না পারলেও আগামী দিনে বাংলাদেশের কোনো খেলোয়াড় পারবেন সেটা আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, ‘আসলেই কোনো আক্ষেপ নেই। অভিষেকে এত রান—সেটিও চিন্তা করি। ভবিষ্যতে যাদের অভিষেক হবে তাদের জন্য শুভকামনা, তারা যাতে আরও ভালো করে।’

বিশ্ব ক্রিকেটে ইতিহাস গড়তে না পারলেও বাংলাদেশের হয়ে গড়েছেন নতুন রেকর্ড। দীর্ঘ ১২ বছর ধরে ওয়ানডেতে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস ছিল নাসির হোসেনের নামের পাশে। ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ওডিআইতে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন নাসির। এর আগে ২০০৬ সালে অভিষেক ওডিআইতে প্রথম বাংলাদেশি হিসেবে অর্ধশতক করেছিলেন ফরহাদ রেজা। সেটিও ছিল জিম্বাবুয়ের বিপক্ষে।

বিজ্ঞাপন

নাসিরের ৬৩ রানের ইনিংসের ১২ বছর পর এসে তৌহিদ হৃদয় ভেঙে দিলেন এই রেকর্ড। ২০২৩ সালের ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮৫ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেললেন তিনি। গোটা ইনিংস নিজেকে উপভোগ করেই খেলেছেন হৃদয়। আর সাকিবের সঙ্গে জুটি গড়ে ক্রিজেই শিখেছেন অনেক কিছু।

‘আমি প্রথম থেকে চেয়েছিলাম ইন্টেন্ট যাতে ঠিক থাকে। কখনো ভাবিনি সেট হয়ে নেই একটু। বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি। সাকিব ভাইয়ের সঙ্গে খেলা ভালো একটা ব্যাপার, কারণ উনি অনেক অভিজ্ঞ। সাকিব ভাইয়ের সঙ্গে ব্যাটিংয়ের সময়ই অনেক কিছু শিখছিলাম। উনিও বলছিলেন, এভাবে এভাবে করলে ভালো হবে। উপভোগ করেছি অনেক।’—যোগ করেন হৃদয়।

সারাবাংলা/এসএস

টপ নিউজ প্রথম ওয়ানডে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর