Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেকর্ড গড়া জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৩ ২১:০৮ | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ০৭:৪৯

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নিজেদের ওডিআই ইতিহাসে সর্বোচ্চ ৩৩৮ রানের পুঁজি দাঁড় করায় টাইগাররা। এরপর আয়ারল্যান্ডকে ১৫৫ রানের অলআউট করে ১৮৩ রানের জয় তুলে নেয় তামিম ইকবালের দল। এটিই বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রানের জয়।

বাংলাদেশের রেকর্ড গড়া সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল আয়ারল্যান্ড। উদ্বোধনী জুটি থেকে ৬০ রানের পুঁজি পায় আইরিশরা। এরপরেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টাইগাররা। সাকিব আল হাসান শুরুটা করে দেওয়ার পর ইবাদত আর তাসকিনের জোড়া আঘাতে ৭৬ রানে ৫ উইকেট হারায় আয়ারল্যান্ড।

বিজ্ঞাপন

১২তম ওভারে বল হাত এসে দ্বিতীয় বলটি অফ স্টাম্পের বাইরে পিচ করেন সাকিব। বলটি ঘুরে বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল ঠিক তখনই খেলার চেষ্টা করেন ডোহেনি। আর তার ব্যাটের বাইরের কানায় লেগে বল জমা পড়ে মুশফিকুর রহিমের গ্লাভসে।  ৪ চার ও ১ ছয়ে ৩৮ বলে ৩৪ রান করেছেন ডোহেনি। তার বিদায়ে ভেঙেছে ৬০ রানের উদ্বোধনী জুটি। পল স্টার্লিংকে সঙ্গ দিতে নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।

পরের ওভারে বল হাতে আসেন ইবাদত হোসেন। ১৩তম ওভারের দ্বিতীয় বলটি লেগ স্টাম্পের ওপর করা বাউন্সারে পুল করার চেষ্টা করেছিলেন পল স্টার্লিং। টাইমিংয়ে গড়বড়ে বল তার গ্লাভসে ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে। দারুণভাবে ঝাঁপিয়ে পড়ে এই ক্যাচটিও লুফে নেন মুশফিকুর রহিম। আইরিশরা ৬২ রানে হারায় দ্বিতীয় উইকেট। স্টার্লিং ফেরেন ৩১ বলে ২২ রান করে।

দুই ওভার বিরতি দিয়ে আবারও বল হাতে আসেন ইবাদত। ১৫তম ওভারের দ্বিতীয় বলে ইবাদতের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি অনেক দূর থেকে ড্রাইভের চেষ্টা করেন হ্যারি টেক্টর। ব্যাটের বাইরের কানা ছুঁয়ে যাওয়া বল সহজেই গ্লাভস নেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ড ৬৮ রানে হারাল নিজেদের তৃতীয় উইকেট।

বিজ্ঞাপন

এবার বল হাতে এলেন দুর্দান্ত ফর্মে থাকা তাসকিন আহমেদ। ১৬তম ওভারে বল হাতে এসে তাসকিনের অফ স্টাম্প লাইনে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারি সোজা ব্যাটে খেলতে গিয়ে লাইন মিস করেন আইরিশ অধিনায়ক। বল মিস করলে তা গিয়ে সোজা আঘাত করে স্ট্যাম্পে। বালবার্নি ফেরেন দলীয় ৭৩ আর ব্যক্তিগত ৫ রানের মাথায়।

এরপর ১৮তম ওভারে আবারও বল হাতে আসেন তাসকিন। এসেই বাজিমাৎ। অফ স্টাম্পের বাইরে থেকে ভেতরে ঢোকা শর্ট অব গুড লেংথের ডেলিভারি অন সাইডের দিকে খেলতে চেয়েছিলেন টাকার। ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় স্লিপে। ডান দিকে লাফিয়ে দুর্দান্ত ক্যাচ নেন ইয়াসির। টাকার ফিরলেন ৬ রান করে। আর আয়ারল্যান্ড ৭৬ রানে হারাল ৫ম উইকেট।

এরপর কার্টিস ক্যাম্পার এবং জর্জ ডকরেল মিলে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে এরপর আঘাত হানেন নাসুম আহমেদ।  ক্যাম্পারকে এলবির ফাঁদে ফেলেন নাসুম। ১৭ বলে ১৬ রান করে ক্যাম্পার ফিরলেন দলীয় ১০৯ রানের মাথায়। এক ওভার বিরতিতে আবারও বল হাতে এলেন নাসুম। এবার এসে হানলেন জোড়া আঘাত। ২৬তম ওভারের পঞ্চম বলে গ্যারেথে ডিলনেকে ফেরালেন এলবিডাব্লিউ করে আর পরের বলে অ্যান্ডি ম্যাকবার্নেকে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের তালুবন্দি করলেন। এতেই ১১৮ রানে ৮ উইকেটের পতন আইরিশদের।

শেষ দিকে জর্জ ডকরেল দারুণ এক ইনিংস খেললে কেবল আইরিশদের পরাজয়ের ব্যবধান কমে। শেষ দিকে এসে আরও দুটি উইকেট তুলে নেন ইবাদত হোসেন। মার্ক অ্যাডায়ারকে মুশফিকের তালুবন্দি করান। আর ৩১তম ওভারে এসে জর্জ ডকরেলকে বোল্ড করলে ১৫৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। আর বাংলাদেশ পেয়ে যায় ১৮৩ রানের রেকর্ড গড়া জয়।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ইবাদত হোসেন। তিনটি উইকেট নেন নাসুম আহমেদ, দুটি নেন তাসকিন আহমেদ আর একটি উইকেট নেন সাকিব আল হাসান।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের ৯৩, তৌহিদ হৃদয়ের ৯২ আর মুশফিকুর রহিমের ঝড়ো ৪৪ রানে ভর করে রেকর্ড ৩৩৮ রানের পুঁজি পায় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোরকার্ড—

বাংলাদেশ: ৩৩৮/৮; ৫০ ওভার; (তামিম ৩, লিটন ২৬, শান্ত ২৫, সাকিব ৯৩, তৌহিদ ৯২, মুশফিকুর ৪৪, ইয়াসির ১৭, তাসকিন ১১, নাসুম ১১*, মোস্তাফিজ ১*); (অ্যাডায়ার ১০-০-৭৭-১, হিউম ১০-০-৬০-৪, ম্যাকবির্নে ১০-০-৪৭-১, ক্যাম্পার ৮-০-৫৬-১, টেক্টর ৬-০-৪৫-০, ডিলনে ৬-০-৫০-০)

আয়ারল্যান্ড: ১৫৫/১০; ৩০.৫ ওভার; (ডোহেনি ৩৪, স্টার্লিং ২২, বালবির্নি ৫, টেক্টর ৩, টাকার ৬, ক্যাম্পার ১৬, ডকরেল ৪৫, ডিলনে ১, ম্যাকব্রিনে ০, অ্যাডায়ার ১৩, হিউম ২*); (মোস্তাফিজুর ৬-০-৩১-০, তাসকিন ৬-২-১৫-২, নাসুম ৮-০-৪৩-৩, সাকিব ৪-০-২৩-১, ইবাদত ৬.৫-০-৪২-৪)।

ফলাফল: বাংলাদেশ ১৮৩ রানে জয়ী।

আরও পড়ুন—

আইরিশ ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিল টাইগাররা

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ পুঁজিতেও সাকিব-হৃদয়ের আক্ষেপ

অভিষেকে রেকর্ড গড়েও হতাশ করলেন হৃদয়

সেঞ্চুরি হাতছাড়া সাকিবের

৭ হাজার রানের ক্লাবে সাকিব

১০০’র আগেই টপ অর্ডারের ৩ ব্যাটার সাজঘরে

সারাবাংলা/এসএস

টপ নিউজ প্রথম ওয়ানডে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর