অভিষেকে রেকর্ড গড়েও হতাশ করলেন হৃদয়
১৮ মার্চ ২০২৩ ১৭:৩৫ | আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১৭:৩৭
সিলেটে ৮১ রানে যখন ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ তখন সবাই ভেবেই রেখেছিলেন ক্রিজে আসছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমই আসছেন। তবে সবাইকে অবাক করে দিয়ে এই ম্যাচেই অভিষেক হওয়া তৌহিদ হৃদয়কে পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠানো হয়। সাকিব আল হাসানের সঙ্গে ১৩৫ রানের দুর্দান্ত এক জুটি গড়ে বাংলাদেশকে চাপ থেকে বের করে আনেন। এরপর অর্ধশতক ছুঁয়ে ব্যাট ছোটান সেঞ্চুরির পথে।
তবে সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থাকতে হতাশায় পুড়তে হলো তৌহিদ হৃদয়কেও। ৪৬তম ওভারের পঞ্চম বল হিউমের ইয়র্কার বল উড়িয়ে মারতে গিয়ে বলের লাইন মিস করেন। আর তাতেই বোল্ড হয়ে ফিরতে হলো হৃদয়কে। আউট হওয়ার আগে ৮৫ বলে দুটি ছক্কা আর ৮টি চারে ৯২ রান করেন তিনি।
সেঞ্চুরি হাতছাড়া সাকিবের
ইতিহাসের ১৭তম আর বাংলাদেশের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেক ওয়ানডেতেই সেঞ্চুরি তুলে নেওয়ার বিরল রেকর্ড ছিল তৌহিদ হৃদয়ের সামনে।
দীর্ঘ ১২ বছর ধরে ওয়ানডেতে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস ছিল নাসির হোসেনের নামের পাশে। ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ওডিআইতে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন নাসির। এর আগে ২০০৬ সালে অভিষেক ওডিআইতে প্রথম বাংলাদেশি হিসেবে অর্ধশতক করেছিলেন ফরহাদ রেজা। সেটিও ছিল জিম্বাবুয়ের বিপক্ষে।
নাসিরের ৬৩ রানের ইনিংসের ১২ বছর পর এসে তৌহিদ হৃদয় ভেঙে দিলেন এই রেকর্ড। ২০২৩ সালের ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮৫ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেললেন তিনি। আর বাংলাদেশের পুঁজি নিয়ে গেলেন তিনশতে।
সারাবাংলা/এসএস