Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডের মাঠে বাংলাদেশকে আতিথ্য দেবে আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৩ ০৮:৩৫

শনিবার (১৮ মার্চ) শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। আর তার আগেই নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের আয়ারল্যান্ড সফর। তবে সিরিজটি নিজেদের মাঠে আয়োজন না করে বাংলাদেশকে আইরিশরা আতিথেয়তা দেবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।

২০২০ সালে সফরটি হওয়ার কথা ছিল, কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত হয়ে যায়। অবশেষে আয়ারল্যান্ড সিরিজের সূচি ঘোষণা করল দেশটির ক্রিকেট বোর্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের অ্যাওয়ে সিরিজ খেলতে চলতি বছরের মে মাসে উড়াল দেবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

আইসিসি ওয়ানডে সুপার লিগের তিন ওয়ানডে খেলবে দুই দল। সিরিজটির আয়োজক এসেক্স। খেলা হবে ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে।

মে মাসের ৯ তারিখ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। এরপর ১২ ও ১৪ তারিখ হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। এই সিরিজটি আয়ারল্যান্ডের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেননা বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারলেই ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট কাটবে আইরিশরা। আর ৩-০ ব্যবধানে জিততে না পারলে জুনে জিম্বাবুয়ের বিপক্ষে কোয়ালিফায়ারে মুখোমুখি হবে।

সারাবাংলা/এসএস

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর