তামিমের খেলা নিয়ে সিদ্ধান্ত আজ
১৭ মার্চ ২০২৩ ১৪:৩০
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে জ্বরে পড়েছেন অধিনায়ক তামিম ইকবাল। তাই তো তার খেলা নিয়ে এখনো ধোঁয়াশা। এখনো সিদ্ধান্ত আসেনি আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলবেন কি না। শুক্রবার (১৭ মার্চ) দলের অনুশীলন শেষে তামিমকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানালেন দলের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে।
প্রথম ওয়ানডেকে সামনে রেখে অনুশীলন করেছেন তামিম ইকবাল। হাথুরুসিংহে জানিয়েছেন, আজ (শনিবার) অনুশীলনে করবেন তামিম। এরপরেই তাকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘তামিমের ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। আমি যতদূর জানি তার সমস্যাটা ভাইরাস জ্বর।’
তিনি আরও বলেন, ‘তামিম আজকে ব্যাটিং এবং ফিল্ডিং করবে এবং এরপরেই আমরা সিদ্ধান্ত নেব যে সে খেলবে কি না।’
শনিবার (১৮ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ২টায় সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা।
সারাবাংলা/এসএস