আগে ব্যাটিং করে ১৫৮ রান তুলল বাংলাদেশ
১৪ মার্চ ২০২৩ ১৬:৫৭ | আপডেট: ১৪ মার্চ ২০২৩ ১৭:০৬
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ। টাইগাররা আজ জিতলেই হোয়াইটওয়াশ হবে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এমন সমীকরণে দাঁড়িয়ে আগে ব্যাটিং করে ১৫৮ রান তুলেছে সাকিব আল হাসানের দল।
নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে মাত্র ২ উইকেট হারিয়ে এই রান তুলেছে বাংলাদেশ। হাতে উইকেট ছিল বলে একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশের সংগ্রহটা বুঝি আরও বড় হবে। কিন্তু শেষ দিকে ঠিকভাবে রান তুলতে পারেনি স্বাগতিকরা।
মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম উইকেট জুটিতে তোলে ৫৫ রান। ওপেনিং জুটিতে দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার অবশ্য বেশি স্ট্রাইকরেটে ব্যাটিং করতে পারেননি।
দলীয় ৫৫ রানের মাথায় ২২ বলে ৩টি চারের সাহায্যে ২৪ রান করে ফিরেছেন রনি। তারপর অপর ওপেনার লিটন দাস এবং তিনে নামা নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় উইকেটে গড়ে ৫৮ বলে ৮৪ রানের দারুণ কার্যকর এক জুটি। লিটন রানের গতি বাড়াতে গিয়ে ফিরেছেন ব্যক্তিগত ৭৩ রানে। ৫৭ বল খেলে ১০টি চার ১টি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি।
লিটন ফেরার পর ইনিংসের শেষ দিকে সাকিব আল হাসান নেমে রানের গতি বাড়াতে পারেননি। সাকিব-শান্তর তৃতীয় উইকেট জুটি ১৮ বলে তোলে ১৯ রান!
২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৮ রানে থেমেছে বাংলাদেশ। শান্ত ৩৬ বলে ১টি চার ২টি ছয়ে ৪৭ রানে অপরাজিত ছিলেন। সাকিব ৬ বলে ৪ রানে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান ও আদিল রশিদ।
সারাবাংলা/এসএইচএস