Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহমুদউল্লাহর ভবিষ্যত নিয়ে পরে ভাবা হবে: বাশার

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৩ ১৭:১০ | আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৭:২০

অনেকদিন যাবতই প্রত্যাশিত পারফর্ম করতে পারছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাটিং স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন উঠছে বারবার। মাহমুদউল্লাহ ফিল্ডিংয়েও মন ভড়াতে পারছেন না অনেকের। এসব নিয়ে আলোচনার মধ্যেই আসন্ন আয়ারল্যান্ড সিরিজের দলে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার। নির্বাচকরা অবশ্য বলছেন ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে তাকে।

বিশ্বকাপের আগে বিভিন্ন পজিশনে একাধিক ক্রিকেটার প্রস্তুত রাখতে তরুণদের পরীক্ষা করা হচ্ছে। তরুণদের সেই সুযোগটা দিতেই মাহমদুউল্লাহকে বিশ্রাম দেওয়া হয়েছে বলা হচ্ছে। তবে কি পরবর্তী সিরিজের জন্য ‘অটো চয়েজ’ থাকছেন মাহমুদউল্লাহ?

বিজ্ঞাপন

এদিকে শোনা যাচ্ছে, অবসর নিয়ে মাহমুদউল্লাহর সঙ্গে নাকি কথা বলেছেন বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন। এসব কি মাহমুদউল্লাহর ওয়ানডে ক্যারিয়ার অবসানের বার্তা দিচ্ছে? বিসিবির নির্বাচক হাবিবুল বাশার আপাতত এসব নিয়ে কথা বলতে চান না। আপাতত আসন্ন আয়ারল্যান্ড সিরিজের দিকেই মনোযোগ নির্বাচকদের।  বলেছেন মাহমুদউল্লাহ প্রসঙ্গে কথা হবে পরে।

সোমবার (১৩ মার্চ) হাবিবুল বাশার সুমন সাংবাদিকদের বলেছেন, ‘আমার মনে হয় যে আমরা এই সিরিজটা নিয়েই থাকি। আপাতত আমরা এই সিরিজটা নিয়েই চিন্তা করছি। এটা গুরুত্বপূর্ণ সিরিজ। নতুন ক্রিকেটারদের আমাদের একটু সময়ও দিতে হবে। আমি অবশ্য আবারও বলছি মাহমুদউল্লাহ আমাদের পুরনো ক্রিকেটার। তার নতুন করে প্রমাণ করার কিছু নাই। তাকে নিয়ে ভবিষ্যত কী হবে সেটা আমরা পরেই ভাবব। আপাতত আমরা এই সিরিজটা নিয়েই ভাবতে চাচ্ছি।’

অবসর প্রসঙ্গে মাহমুদউল্লাহর সঙ্গে টিম ম্যানেজমেন্ট কথা বলেনি বলে জানিয়েছেন তিনি। সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট থেকে মাহমুদউল্লাহর সঙ্গে কথা বলা হয়েছে (বিশ্রাম দেওয়া প্রসঙ্গে)। তবে অবসর প্রঙ্গে তার সঙ্গে কোনো কথা বলা হয়নি। আমরা টিম ম্যানেজমেন্ট বিষয়টা নিয়ে আলাপ করার মতো অবস্থাতে আসলে যাইনি। বোর্ড তার সঙ্গে অবসর বিষয়ে কথা বলেছে কিনা জানি না তবে আমরা টিম ম্যানেজমেন্ট মাহমুদউল্লাহর সঙ্গে অবসর প্রসঙ্গে কথা বলিনি।’

বিজ্ঞাপন

মাহমুদউল্লাহকে বাদ নয় বিশ্রাম দেওয়া হয়েছে, এই কথায় হাবিবুল বাশার জোর দিয়েছেন বারবার। বলেছেন, ‘মাহমুদউল্লাহকে বিশ্রাম দিয়েছি এই সিরিজে। কারণ, মাহমুদউল্লাহ পরীক্ষিত ক্রিকেটার। তাকে নিয়ে খুব বেশি কাজ করার নেই। যখন বড় টুর্নামেন্ট আসবে, সেখানে (বিশ্বকাপে) তারা আগেও খেলেছে, তার কিন্তু ওখানে যেয়ে পরীক্ষা দেওয়ার কিছু নেই। তার (মাহমুদউল্লাহ) জায়গায় কাউকে যদি নিতে হয় তাকে পরীক্ষা দিতে হবে। এই চিন্তাভাবনা নিয়ে বিশ্রাম দেওয়া হয়েছে।’

বাশার বলেন, ‘সম্ভবত তিনটি বিশ্বকাপ খেলে ফেলেছেন মাহমুদউল্লাহ, তার জন্য বিশ্বকাপ নতুন কিছু না। যদি কোনো কারণে বিশ্বকাপের আগে কেউ ইনজুরিতে পড়ে, আরও দুই একটা জায়গা হয়তো আমরা দেখবো সামনে, সেক্ষেত্রে যাকে নিয়ে যায় সে যেন প্রস্তুত হয়, সেটারই চেষ্টা চলছে এই সিরিজে।’

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ মাহমুদউল্লাহ রিয়াদ হাবিবুল বাশার সুমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর