Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শান্ত আগামী দিনের তারকা হয়ে উঠছে’

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৩ ১১:৫৮ | আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৬:০৭

সময়টা এখন নাজমুল হোসেন শান্তর। ধারাবাহিকতার অভাবের কারণে একটা সময় সমালোচনায় জর্জরিত হওয়া শান্ত এখন আছেন দুর্দান্ত ফর্মে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান ছিল শান্তর। গত বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন। তারপর চলতি ইংল্যান্ড সিরিজেও নিয়মিত রান করছেন ২৪ বছর বয়সী ক্রিকেটার।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দুই হাফ সেঞ্চুরি করেছেন শান্ত। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩০ বলে ৫১ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে একপ্রান্ত আগলে রেখে খেললেন অপরাজিত ৪৬ রানের দুর্দান্ত এক ইনিংস। অপরপ্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একটা সময় বড় বিপদেই পরেছিল বাংলাদেশ। শান্ত একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত ব্যাটিং করে দলকে জিতিয়েছেন। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারে মুগ্ধ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। বলেছেন শান্ত আগামী দিনের তারকা হয়ে উঠছে।

বিজ্ঞাপন

স্কাই স্পোর্টসে বিশেষজ্ঞ হিসেবে কাজ করা নাসের হুসেইন বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশ দুর্দান্ত খেলেই ২-০ ব্যবধানে সিরিজে জয় নিশ্চিত করেছে। দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ। জয়টা বাংলাদেশের প্রাপ্যই। নাজমুল হোসেন বাংলাদেশের ক্রিকেটের তারকা হয়ে উঠছে। বাংলাদেশের এখন দারুণ দারুণ ক্রিকেটার তৈরি করতে হবে। এই সিরিজ জয়টা তাদের জন্য বড় কিছুই।’

কাল ইংলিশ বধে বড় অবদান মেহেদি হাসান মিরাজেরও। চার ওভারে মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন মিরাজ। পরে ব্যাট হাতে ২০ রানের কার্যকারী একটা ইনিংসও খেলে ম্যাচসেরা হয়েছেন। মিরাজের প্রসংশাও করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক, ‘মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত বোলিং করেছে। বোলিংয়ের সময় গতিতে বৈচিত্র্য এনেছে। উইকেটটাও স্পিন বোলিংয়ের জন্য ভালো ছিল। তাকে দলে নেওয়াটা খুব কাজে এসেছে। মিরাজ দারুণ ক্রিকেটার। তার ইংল্যান্ডের বিপক্ষে বেশ কিছু মধুর স্মৃতি আছে।’

বিজ্ঞাপন

পরপর দুই টি-টোয়েন্টি জিতে ইংল্যান্ডের বিপক্ষে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের এটা প্রথম সিরিজ জয়ের ঘটনা। আগামীকাল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর