Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ জয়ের মিশনে ইংল্যান্ডকে ১১৭ রানেই আটকে রাখল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৩ ১৬:৩৯ | আপডেট: ১২ মার্চ ২০২৩ ১৭:৫৪

ম্যাচ জিতলেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস, এমন সমীকরণে খেলতে নেমে প্রথম পর্বটা দারুণ হলো বাংলাদেশের। টস জিতে আগে বোলিং করতে নেমে ইংলিশদের  ১১৭ রানেই আটকে রেখেছে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশের একাদশে ব্যাটার আজ মোট সাত জন। মিরপুরের উইকেটও কঠিন মনে হচ্ছে না। তাছাড়া বাংলাদেশি ব্যাটাররা বেশ ফর্মেও আছেন। সব মিলিয়ে বোলারদের দারুণ পারফরম্যান্সের দিনে ইংলিশদের হারানোর ‘এই তো সময়’।

বিজ্ঞাপন

রোববার (১২ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বোলিংয়ের শুরুটা হয়েছে বেশ দারুণ। জেসন রয়ের বদলে ডেভিড মালানকে নিয়ে ওপেনিংয়ে নেমেছিলেন ফিল সল্ট। মালানকে বেশিদূর এগুতে দেননি তাসকিন আহমেদ।

ইনিংসের তৃতীয় ওভারে ৮ বলে ৫ রান করা মালানকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়েছেন তাসকিন। এরপর তিনে নামা মঈন আলীকে সঙ্গে নিয়ে এগুচ্ছিলেন সল্ট। সাকিব আল হাসান ভেঙেছেন এই জুটি। সপ্তম ওভারে প্রথম আক্রমণে এসে সল্টকে ক্যাচ এবং বোল্ড করেছেন সাকিব। ফেরার আগে ইংলিশ ওপেনার ১৯ কলে ২৫ রান করেন।

খানিক বাদে পরপর আরও দুই উইকেট পায় বাংলাদেশ। দলীয় ৫৫ রানের মাথায় অসাধারণ এক স্লোয়ার ইয়র্কারে জস বাটলারকে (৪) বোল্ড করেছেন হাসান মাহমুদ। দলীয় খাতায় আর ২ রান যোগ হতেই মঈন আলীকেও ফেরান মেহেদি হাসান মিরাজ। ৫৭ রানে চতুর্থ উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। ইনিংসের তখন নবম ওভারের খেলা চলছিল।

এরপর স্যাম কারানকে নিয়ে এগুচ্ছিলেন বেন ডাকেট। পঞ্চম উইকেটে ৩৪ রান যোগ করেন দুজন। এটাই ইংল্যান্ডের ইনিংসের সেরা জুটি। তবে দলীয় ৯১ রানের মাথায় এই জুটি ভাঙলে ইংলিশদের অর দাঁড়াতেই দেয়নি বাংলাদেশের বোলিং আক্রমণ।

বিজ্ঞাপন

মেহেদি হাসান মিরাজ মাঝের ওভারগুলোতে অসাধারণ বোলিং করেছেন। শামীম পাটোয়ারীকে বসিয়ে আজ মিরাজকে একাদশে নিয়েছে বাংলাদেশ। নির্বাচনটা যে ভুল ছিল না তরুণ অলরাউন্ডার প্রমাণ করেছেন দুর্দান্তভাবে। চার ওভারে ১২ রানে নিয়েছেন চার উইকেট। মিরাজের দুর্দান্ত বোলিংয়েই ইনিংসের মাঝে এবং শেষের দিকে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড।

২০ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বেন ডাকেট সফরকারীদের পক্ষে ২৮ বলে সর্বোচ্চ ২৮ রান করেছেন। বাংলাদেশের হয়ে তাসকিন চার ওভারে ২৭ রানে, মোস্তাফিজ চার ওভারে ১৭ রানে, সাকিব আল হাসান ৩ ওভারে ১৩ রানে ও হাসান মাহমুদ ২ ওভারে ১০ রানে একটি করে উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর