Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংলিশদের চেপে ধরেছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৩ ১৬:০৮ | আপডেট: ১২ মার্চ ২০২৩ ১৬:৫৬

আর একটা ম্যাচ জিতলেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ। এমন সমীকরণে খেলতে নেমে দুর্দান্ত এগুচ্ছে সাকিব আল হাসানের দল। টস জিতে প্রথমে বোলিং করতে নেমে ইংলিশদের ভালোভাবেই চেপে ধরেছে বাংলাদেশ।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ। অর্থাৎ সিরিজের বাকি দুই ম্যাচের একটা জিতলেই সিরিজ জয়ের ইতিহাস। এমন সমীকরণে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

রোববার (১২ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বোলিংয়ের শুরুটাও হয়েছে বেশ দারুণ। জেসন রয়ের বদলে ডেভিড মালানকে নিয়ে ওপেনিংয়ে নেমেছিলেন ফিল সল্ট। মালানকে বেশিদূর এগুতে দেননি তাসকিন আহমেদ।

ইনিংসের তৃতীয় ওভারে ৮ বলে ৫ রান করা মালানকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়েছেন তাসকিন। এরপর তিনে নামা মঈন আলীকে সঙ্গে নিয়ে এগুচ্ছিলেন সল্ট। সাকিব আল হাসান ভেঙেছেন এই জুটি। সপ্তম ওভারে প্রথম আক্রমণে এসে সল্টকে ক্যাচ এবং বোল্ড করেছেন সাকিব। ফেরার আগে ইংলিশ ওপেনার ১৯ কলে ২৫ রান করেন।

খানিক বাদে পরপর আরও দুই উইকেট পায় বাংলাদেশ। দলীয় ৫৫ রানের মাথায় অসাধারণ এক স্লোয়ার ইয়র্কারে জস বাটলারকে (৪) বোল্ড করেছেন হাসান মাহমুদ। দলীয় খাতায় আর ২ রান যোগ হতেই মঈন আলীকেও ফেরান মেহেদি হাসান মিরাজ। ৫৭ রানে চতুর্থ উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। ইনিংসের তখন নবম ওভারের খেলা চলছিল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৪ উইকেটে ইংল্যান্ডের রান ৮৪। ১৭ রানে ব্যাট করছেন বেন ডকেট। ১০ রানে তার সঙ্গে অপরাজিত স্যাম কারান।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মেহেদি হাসান মিরাজ।

ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার ও রেহান আহমেদ।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর