Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরুতেই তাসকিনের আঘাত

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৩ ১৫:২১ | আপডেট: ১২ মার্চ ২০২৩ ১৫:২২

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতে উজ্জীবিত বাংলাদেশ দল। ইংলিশদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। আর এমন অবস্থায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই ইংলিশ ওপেনারের উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ।

এদিন উদ্বোধনী জুটিতে পরিবর্তন এনেছে ইংল্যান্ড। নিয়মিত ওপেনার জস বাটলারের জায়গায় এদিন ইংলিশদের হয়ে উদ্বোধনী জুটিতে ফিল সল্টের সঙ্গে উইকেটে নামেন দাভিদ মালান। বিভিন্ন দলে ওপেনার হিসেবেও খেলেন বাঁহাতি এই ব্যাটার। তবে জাতীয় দলে বেশিরভাগ সময়ই নামেন তিনে।

বিজ্ঞাপন

সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তবে দাঁড়াতে পারেনি এই জুটি। শুরু থেকেই টাইট বোলিং করা তাসকিন আহমেদ নিজের দ্বিতীয় ওভারেই ফেরালেন দাভিদ মালানকে। তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে হাসান মাহমুদের তালুবন্দি হন মালান। ১৬ রানে ইংলিশরা হারায় প্রথম উইকেট। আউট হওয়ার আগে মালান ৮ বলে ৫ রান করেন।

এই রিপোর্ট লেখা অবধি ইংল্যান্ডের সংগ্রহ ৪ ওভারে ১ উইকেটে ২৯ রান। সল্ট ৮ বলে ১৩ আর মইন আলী ৮ বলে ৫ রানে অপরাজিত আছেন।

সারাবাংলা/এসএস

টপ নিউজ তাসকিন দ্বিতীয় টি-টোয়েন্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর