সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১২ মার্চ ২০২৩ ১৪:৩১ | আপডেট: ১২ মার্চ ২০২৩ ১৫:২২
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দুর্দান্ত জয় তুলে নেয় বাংলাদেশ। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এবার সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। সেই লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন নাজমুল হোসেন শান্ত। প্রায় সাড়ে আট বছর পর জাতীয় দলে সুযোগ পাওয়া রনি তালুকদার শুরুটা বেশ ভালোই করেছিলেন। এছাড়া তরুণ শামীম হোসেন পাটোয়ারীও পেয়েছেন সুযোগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফর্ম করে স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন।
সিরিজের প্রথম ম্যাচের আগে ইংল্যান্ড-বাংলাদেশ টি-টোয়েন্টিতে একবারই মুখোমুখি হয়েছিল। ২০২১ সালের বিশ্বকাপে বাংলাদেশকে সাহজেই হারিয়ে দিয়েছিলেন ইংলিশরা। তবে এবার দ্বিতীয় দেখাতেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের মুখ দেখল টাইগাররা। এর আগে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। পরে তৃতীয় ওয়ানডে জিতে নেয় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মেহেদি হাসান মিরাজ।
ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার ও রেহান আহমেদ।
সারাবাংলা/এসএস
টি-টোয়েন্টি সিরিজ দ্বিতীয় টি-টোয়েন্টি বাংলাদেশ বনাম ইংল্যান্ড