মিরপুরে বাংলাদেশ-ইংল্যান্ড টি-টোয়েন্টি দেখতে খরচ হবে কত?
১০ মার্চ ২০২৩ ১৬:২৬ | আপডেট: ১১ মার্চ ২০২৩ ০৯:৩৯
একদিন আগে দারুণ ফর্মে থাকা তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন বলেছিলেন ‘আমরা যে অবস্থানে আছি তাতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতা দরকার আমাদের’। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি জিতে সিরিজ জয়ের সম্ভবনা তৈরি করেছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচের একটি জিতলেই সিরিজ জয়। এমন অর্জনের গল্প লিখতে পারবে বাংলাদেশ?
পারবে কিনা সেটা নির্ধারণ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের পরবর্তী দুই ম্যাচ হবে মিরপুরে। এই দুই ম্যাচের টিকিটমূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১২ মার্চ মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড। ১৪ তারিখে দু’দলের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।
আজ শুক্রবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই দুই ম্যাচের টিকিটমূল্য জানিয়েছে বিসিবি। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য ১ হাজার টাকা। ক্লাব হাউজে ৫০০, নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা। সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ণ স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।
ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিন মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাওয়া যাবে টিকিট। টিকিট কাউন্টার খোলা থাকবে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সারাবাংলা/এসএইচএস