সব কন্ডিশনেই ভালো দল হতে চাই: সাকিব
১০ মার্চ ২০২৩ ১৬:১০ | আপডেট: ১০ মার্চ ২০২৩ ১৬:১৬
চট্টগ্রামে তিন দিনের ব্যবধানে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে দু’বার হারাল বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে দারুণ এক জয়ের পর কাল টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটাও জিতেছে টাইগাররা। প্রতিপক্ষের শক্তির কথা বিবেচনা করে চট্টগ্রামে অনেকটা মন্থর উইকেটই বানিয়েছিল বাংলাদেশ। তবে দারুণ জয়ের পর টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, সব কন্ডিশনেই ভালো করবে এমন দল বানানোর লক্ষ্য তার।
ইংল্যান্ডের বিপক্ষে দুই জয়েই সাকিবের অসাধারণ অবদান। ওয়ানডে ম্যাচটাতে ৭১ বলে ৭৫ রান করার পর বল হাতে নেন ৩৫ রানে চার উইকেট। টি-টোয়েন্টি ম্যাচে বল হাতে ২৬ রানে ১ উইকেট নেওয়ার পর অপরাজিত ৩৪ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলে দলকে জিতিয়েছেন।
কাল ইংলিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের পরই চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে একটি শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন সাকিব। সেখানে ক্রিকেট নিয়েও কথা হলো।
বলেছেন, ‘আমরা উইকেট নিয়ে ভাবতে চাই না, কন্ডিশন নিয়ে চিন্তা করতে চাই না। আমরা একটা ভালো দল হয়ে উঠতে চাই। আমরা যেকোনো কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চাই। ভালো দলগুলো এটাই করে।’
সদ্য সমাপ্ত বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা রনি তালুকদার, শামীম পাটোয়ারী, তৌহিদ হৃদয়দেরকে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে। কাল তাদের মাঠেও নামিয়ে দিয়েছিলেন সাকিব। প্রায় সাড়ে আট বছর আগে জাতীয় দলের হয়ে একটা ম্যাচ খেলা রনি কাল ওপেনিংয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন। মিডল অর্ডারে ভয়ডরহীন ক্রিকেট খেলেছেন তৌহিদ হৃদয়ও।
দলে এসেই নতুনদের এভাবে পারফর্ম করাটা দলের জন্য ভালো বলেছেন সাকিব। টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘এভাবে কেউ যদি খেলে বা নতুন কেউ যদি দলে এসে নিজেকে মেলে ধরতে পারে, সেটা দলের জন্য ভালো, সেই খেলোয়াড়ের জন্যও ভালো।’
সারাবাংলা/এসএইচএস