Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দারুণ বোলিংয়ে ইংলিশদের নাগালের মধ্যেই রাখল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৩ ১৬:৩৫ | আপডেট: ৯ মার্চ ২০২৩ ১৭:৫৮

আগে ব্যাটিং করতে নেমে ফিল সল্টকে নিয়ে জস বাটলার শুরুটা করেছিলেন উড়ন্ত। তবে পরে দুর্দান্ত বোলিংয়ে ইংলিশদের লাগাম টেনে ধরতে পেরেছে বাংলাদেশ। হাসান মাহমুদ, সাকিব আল হাসানদের আটোসাঁটো বোলিংয়ে ইংল্যান্ডকে বড় স্কোর গড়তে দেয়নি স্বাগতিকরা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে আগে বোলিং করতে নেমে ইংল্যান্ডকে ১৫৬ রানে আটকে রেখেছে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে এই সংগ্রহ মোটেও বড় নয়। তাছাড়া আজ লম্বা ব্যাটিং লাইনআপ নিয়েই নিজেদের একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সে হিসেবে বাংলাদেশি সমর্থকরা ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের স্বপ্ন দেখতেই পারেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

শুরুতে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড উড়ন্ত সূচনা পেয়েছে। এক্ষেত্রে বাংলাদেদেশি ফিল্ডারদের দায়ও আছে। ইনিংসের ষষ্ঠ ওভারে দুই ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। ওভারের দ্বিতীয় বলে ফিল সল্টের ক্যাচ ছেড়েছেন বোলার নাসুম নিজেই। ওভারের চতুর্থ বলে জস বাটলারের সহজ ক্যাচ ছেড়েছেন সাকিব আল হাসান।

এই বাটলারই পরে ঝড় তুলেছিলেন। ইংল্যান্ডের দলীয় ৮০ রানের মাথায় নাসুম ৩৫ বলে ৩৮ রান করা সল্টকে ফেরানোর পর অপরপ্রান্ত থেকেও নিয়মিতই উইকেট হারিয়েছে ইংল্যান্ড। কিন্তু একপ্রান্তে বাটলার ঝড় অব্যাহত ছিল অনেকক্ষণ। ১৫তম ওভারে হাসান মাহমুদকে টানা দুই ছক্কা হাঁকিয়েছিলেন বাটলার। ১৭তম ওভারে হাসানকে আবারও ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পেরেছেন সীমানায়।

বাটলার ফেরার পর ইংল্যান্ড আর মাথা তুলে দেয়নি বাংলাদেশি বোলিং আক্রমণ। শেষ দিকে হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা দারুণ বোলিং করেছেন। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছে এবং রানের গতিও কমিয়ে রেখেছেন তারা।

বিজ্ঞাপন

২০ ওভারে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৬ রানে থেমেছে ইংল্যান্ড। বাটলার ৪২ বলে ৪টি করে চার, ছয়ে ৬৭ রান করেন। বেন ডাকেট তৃতীয় সর্বোচ্চ ২০ রান করেন।

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ২৬ রানে দুটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর