Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের পিচ নিয়ে ভাবছে না ইংল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৩ ২১:২২ | আপডেট: ৮ মার্চ ২০২৩ ২১:৩৩

গত ভারত সিরিজে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচ ছিল পুরোপুরি ব্যাটিং সহায়ক। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে চট্টগ্রামে মন্থর পিচ বানিয়েছে বাংলাদেশ। নিঃসন্দেহে সেটা কৌশলগত কারণেই। ওয়নাডে সিরিজের তৃতীয় ম্যাচে মন্থর পিচ দেখা গেছে। আগামীকাল একই ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে দু’দল। এই ম্যাচের পিচও মন্থর হওয়ার বার্তা পাওয়া যাচ্ছে।

কারণ দুদিন আগে যে পিচে তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আগামীকাল প্রথম টি-টোয়েন্টি হবে সেই পিচেই। নিজেদের দেশের পিচ গতিময় বলে এমন মন্থর পিচ ইংল্যান্ডের জন্য কঠিন হওয়ারই কথা। তবে এসব নিয়ে ভাবছেন না সফরকারীরা। কারণ তারা যে বিশ্বচ্যাম্পিয়ন। বিশ্বচ্যাম্পিয়নদের এসব প্রতিবন্ধকতা নিয়ে ভাবলে কী চলে!

বিজ্ঞাপন

আজ বুধবার (৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের হয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে ক্রিস ওকস বললেন, ‘আমরা যে বিশ্ব চ্যাম্পিয়ন, এটা আরেকবার দেখানোর সুযোগ এটি। বিশ্বকাপের পর আমরা এখনো কোনো সিরিজ খেলিনি। এই ধরনের কন্ডিশনে আমাদের খেলতে হবে, এটার অন্য রকম রোমাঞ্চ আছে। ঘরের মাঠে বাংলাদেশও ভালো দল। রোমাঞ্চকর এক সিরিজই হবে।’

পিচ নিয়ে না ভেবে এমন পিচে কিভাবে পারফর্ম করতে হয় বরং সেদিকেই বেশি মনোযোগ ইংলিশদের। ওকস বলেন, ‘যা দেখছি, তাতে মনে হয়েছে কঠিন হবে। তবে আমরা খেলার জন্য মুখিয়ে আছি। উইকেট সম্ভবত মন্থরই হবে। আর খেলাও শুরু হবে একটু আগে। সে ক্ষেত্রে শিশির থাকবে না। স্পিনাররা এখানে সুবিধা পাবে। তবে পেসার হিসেবে আমাদের হয়তো বৈচিত্র্যে মন দিতে হবে। স্টাম্প বরাবর বল করতে হবে। গতির পরিবর্তন…স্লোয়ার, স্লোয়ার বাউন্সার—এসব কাজে লাগাতে হবে।’

বিজ্ঞাপন

আগামীকাল বাংলাদেশ-ইংল্যান্ড তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে বিকেল ৩টায়।

সারাবাংলা/এসএইচএস

ক্রিস ওকস বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর