ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হারানো প্রসঙ্গে হাথুরু ‘আমি জাদুকর নই’
৮ মার্চ ২০২৩ ১৫:১৮ | আপডেট: ৮ মার্চ ২০২৩ ১৫:২২
দুদিন আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডে হেরে আগেই অবশ্য সিরিজ হার নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ, তবে স্বাগতিকরা তৃতীয় ওয়ানডেটা খেলেছে দাপুটে। ইংল্যান্ডের বিপক্ষে জয় মিলেছে যেখানে সেই চট্টগ্রামেই কাল সফরকারীদের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও জয়ের হাসি মিলবে তো? এমন প্রশ্নে বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বললেন, আমি জাদুকর নই।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা ২-১ ব্যবধানে হারলেও এই সংস্করণে বাংলাদেশ অনেকদিন যাবতই দুর্দান্ত খেলছে। বিশেষ করে ঘরের মাঠে। কিন্তু টি-টোয়েন্টি সংস্করণের গল্পটা ঠিক বিপরীত। এই সংস্করণে বাংলাদেশ কখনোই ধারাবাহিকভাবে ভালো খেলতে পারেনি।
টানা ব্যর্থতার কারণে টি-টোয়েন্টি দলে ‘ঢেলে সাজানোর’ একটা পালাও চলছে। অধিনায়ক পাল্টে সাকিব আল হাসানের কাঁধে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিজ্ঞ তামিম ইকবাল, মুশফিকুর রহিম এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। মাহমুদউল্লাহও দলের বাইরে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারবে কিনা, এমন প্রশ্নে হাথুরুসিংহে কৌশলি উত্তরই বেছে নিলেন। বলেছেন, তিনি জাদুকর নয় যে আগে থেকেই জয়-পরাজয় বুঝতে পারবেন।
আজ বুধবার (৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘আমি জাদুকর নই। আমি তো জাদুকর না, যে কিনা আগে থেকে সব বলে দিতে পারব। আমরা জেতার চেষ্টাই করব।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। অবশ্য আন্তর্জাতিক পর্যায়ে এই ফরম্যাটে লম্বা বিরতি হলেও বাংলাদেশি ক্রিকেটাররা গত মাসে বিপিএল খেলেছে। এবং সদ্য সমাপ্ত বিপিএলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার দুর্দান্ত পারফর্মও করেছেন।
হাথুরুসিংহের প্রত্যাশা আন্তর্জাতিক মঞ্চে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে পারবেন তরুণরা, ‘আমার কাছে কোনো লুকোচুরি নেই। আমি জানি, আমরা কী করতে পারি। আমি ক্রিকেটারদের কাছ থেকে সেটাই আশা করি, তারা দলে যেজন্য নির্বাচিত হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সেটাই যেন দেখায়। তাদেরকেই বুঝতে হবে কীভাবে তারা সেটা দেখাবে।’
তিনি যোগ করেন, ‘আমাদের কন্ডিশনে তারা (ইংল্যান্ড) আমাদের চেয়ে ভালো নাকি আমরা তাদের চেয়ে ভালো। এটা আমাদের জন্য দারুণ সুযোগ, টি-টোয়েন্টি ক্রিকেটের আমাদের স্কিল এই মুহুর্তে কোন পর্যায়ে আছে দেখার জন্য।’
সারাবাংলা/এসএইচএস