Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ানডেতে সাকিবের ৩০০ উইকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৩ ২০:১৭ | আপডেট: ৬ মার্চ ২০২৩ ২০:২১

মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, লিটন দাসরা ছুটে এলেন সাকিব আল হাসানের কাছে। মুশফিক-মিরাজ মিলে সাকিবকে তো কাঁধেই তুলে নিলেন। খানিক আগেই যে অসাধারণ এক কীর্তি গড়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।

প্রথম বাংলাদেশি হিসেবে তো বটেই বিশ্বের মধ্যেই ১৪তম বোলার হিসেবে ওয়ানডেতে তিনশ উইকেট পেলেন সাকিব। বাঁহাতি স্পিনার হিসেবে আগে কীর্তি গড়তে পেরেছেন কেবল ড্যানিয়েল ভিট্টোরি ও সনাৎ জয়সুরিয়া।

বিজ্ঞাপন

তবে বাঁহাতি স্পিনারদের মধ্যে সাকিব সবচেয়ে দ্রুততম সময়ে তিনশ উইকেটের দেখা পেলেন। ২৯১ ওয়ানডেতে তিনশ উইকেট নিয়ে এতোদিন এই রেকর্ড ছিল ভিট্টোরির দখলে। আজ ২২৭তম ওয়ানডে খেলতে নেমে তিনশ উইকেটের দেখা পেলেন সাকিব।

এতে ওয়ানডেতে ছয় হাজার রান ও তিনশ উইকেটের ডাবলও হলো সাকিবের। আগে এই অর্জন আছে কেবল শহীদ আফ্রিদি ও সনাৎ জয়সুরিয়ার।

সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে  ২৯৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে নেমেছিলেন সাকিব। একে একে ইংল্যান্ডের ফিল সল্ট, জেসন রয়,  জেমস ভিন্স ও রেহান আহমেদকে ফিরিয়ে তিনশ উইকেটের মাইলফলক পূর্ণ করেছেন তিনি।

আজ ১০ ওভার বোলিং করে মাত্র ৩৫ রান খরচায় নিয়েছেন চার উইকেট। এর আগে ব্যাট হাতে ৭১ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। সাকিবের দিনে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৫০ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস

৩০০ উইকেট টপ নিউজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর