Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪৬ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৩ ১৫:৪৫ | আপডেট: ৬ মার্চ ২০২৩ ১৬:২৭

শুরুতে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়া বাংলাদেশের হয়ে পরে দারুণ এক জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। মিডল অর্ডারে নেমে সাকিব আল হাসান খেলেন দুর্দান্ত এক ইনিংস। ফিফটি পেয়েছেন তিনজনই। তবু ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আড়াইশ পর্যন্ত যেতে পারেনি বাংলাদেশ।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে ২৪৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে ২০৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ, দ্বিতীয় ওয়ানডেতে ১৯৪ রানে। চট্টগ্রামে আজ ২৪৬ পর্যন্ত গেল স্বাগতিকরা। তবুও সংগ্রহটাকে মোটেও নিরাপদ বলা যাবে না। কারণ চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক, আজও ব্যাটাররা পেয়েছেন বাড়তি সুবিধা।

বিজ্ঞাপন

সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের পক্ষে ৭১ বলে সর্বোচ্চ ৭৫ রান করেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিম ৭০ রান করেছেন। নাজমুল হোসেন শান্তও ফিফটি পেয়েছেন (৫৩)। তবু বাংলাদেশ আড়াইশ পর্যন্ত যেতে না পারার কারণ বাকি ব্যাটারদের ব্যর্থতা।

ব্যাটিং সহায়ক চট্টগ্রামের উইকেটে আগে ব্যাটিং করে বড় স্কোর গড়ার চিন্তা ছিল বাংলাদেশের। কিন্তু সেই পরিকল্পনায় ধাক্কা আসে শুরুতেই। প্রথম ওয়ানডেতে ৭ রান করা লিটন দাস দ্বিতীয় ওয়ানডেতে ফিরেছিলেন প্রথম বলেই। আজও ডাক মেরেছেন লিটন। ইনিংসের প্রথম ওভারেই স্যাম কারানের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন লিটন।

অপরপ্রান্তে তামিম অবশ্য বেশ ভালোই খেলছিলেন। কিন্তু তৃতীয় ওভারে সেই কারানের বলেই লেগের দিকে খেলতে গিয়ে টাইমিং করতে পারলেন না। ব্যাটের কানায় লেগে বল চলে যায় পয়েন্টে দাঁড়ানো জেমস ভিন্সের হাতে। ৬ বলে ১১ রান করে ফেরেন তামিম।

বিজ্ঞাপন

১৭ রানে দুই ওপেনারকে হারানো বাংলাদেশকে তারপর টেনেছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ধস ঠেকাতে শুরুতে রানের চিন্তা বাদ দিয়ে উইকেটে পড়ে থাকতে চেয়েছেন মুশফিক। অনেকদিন যাবত অফ ফর্মে থাকা মুশফিক তারপর বাড়িয়েছেন রানের গতি। তৃতীয় উইকেটে মুশফিক-শান্তর জুটি ছিল ৯৮ রানের। কিন্তু নিজের ভুলে শান্ত রান আউট হয়ে ফিরলে আবারও বিপদে পরে বাংলাদেশ।

মুশফিকুর রহিমর সিঙ্গেল কলে দৌড় দিয়ে আবার থেমে যান খানিক আগে ফিফটি পূর্ণ করা শাস্ত। পরে আবারও দৌড়ে ক্রিজে পৌঁছুতে পারেননি সময় মতো। ৭১ বলে ৫ চারে ৫৩ রান করে রান আউট হওয়া শান্তকে মাঠ ছাড়ার সময় নিজের সঙ্গে গজরাতে দেখা যায়। বাংলাদেশও যেন গতিটা হারিয়ে ফেলে।

দারুণ খেলতে থাকা মুশফিকুর রহিমকে দুর্দান্ত এক ডেলিভারিতে সরাসরি বোল্ড করেন আদিল রশিদ। খানিক বাদে আদিলের আরেকটা দুর্দান্ত ডেলিভারিতে ফেরেন মাহমুদউল্লাহও। বাকি সময়ে আফিফ হোসেন ধ্রুব ও মেহেদি হাসান মিরাজরাও দাঁড়াতে পারেননি। একপ্রান্ত আগলে রেখে সাকিবই কেবল ইংলিশদের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারলেন। বাংলাদেশ আড়াইশর কাছাকাছি গেলও সেই কারণেই।

৪৯তম ওভারে জোফরা আর্চারকে সীমানা ছাড়া করতে গিয়ে জেসন রয়ের অবিশ্বাস্য এক ক্যাচ হয়েছেন সাকিব। তার আগে ৭১ কল খেলে ৭টি চারে সাহায্যে ৭৫ রান করেন তিনি। মুশফিকুর রহিম ৭০ রান করতে খেলেছেন ৯৩ বল, চার মেরেছেন ৬টি। এছাড়া ১৫ রান করেছেন আফিফ হোসেন ধ্রুব। ৪৮.৫ ওভারে ২৪৬ রান তুলে গুটিয়ে যায় বাংলাদেশ।

ইংল্যান্ডের হয়ে ৩৫ রানে তিন উইকেট নিয়েছেন জোফরা আর্চার। আদিল রশিদ ২১ রানে ও স্যাম কারান ৫১ রানে দুটি করে উইকেট নেন।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর