তাসকিনকে বসিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
৬ মার্চ ২০২৩ ১১:৪৫ | আপডেট: ৬ মার্চ ২০২৩ ১১:৫৩
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। দুর্দান্ত বোলিং করতে থাকা তাসকিন আহমেদ এই ম্যাচে খেলছেন না। তার বদলে একাদশে ডাকা হয়েছে অপর পেসার ইবাদত হোসেনকে।
সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ১২টায় শুরু হবে তৃতীয় ওয়ানডের খেলা। দারুণ বোলিং করতে থাকা তাসকিনের প্রসংশা ইংলিশরাও করছিলেন। একদিন আগে মার্ক উড বলছিলেন, এমন উইকেটে কিভাবে বোলিং করতে হবে তাসকিনকে দেখে ইংলিশ পেসাররা তা শিখেছেন। ফর্মে থাকা সেই তাসকিন নেই বাংলাদেশ একাদশে।
টসের সময় তামিম ইকবাল বলেছেন, আজ বিশ্রাম দেওয়া হয়েছে তরুণ পেসারকে। মোস্তাফিজুর রহমানের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছিল। তবে মোস্তাফিজের ওপর আজও ভরসা রেখেছে দল। ইংল্যান্ডের একাদশে বাড়তি স্পিনার হিসেবে যুক্ত হয়েছেন তরুণ রেহান আহমেদ।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। পরে দ্বিতীয় ওয়ানডেতে তামিম ইকবালের দল হারে ১৩২ রানের ব্যবধানে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন চৌধুরী।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কারান, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ ও জোফরা আর্চার।
সারাবাংলা/এসএইচএস