আর বেশি দিন ক্রিকেট খেলতে দেখা যাবে না আশরাফুলকে
৪ মার্চ ২০২৩ ১৫:৩০ | আপডেট: ৪ মার্চ ২০২৩ ১৫:৪৬
বাংলাদেশ ক্রিকেটের আশার ফুল বলা হতো মোহাম্মদ আশরাফুলকে। একটা সময় আশরাফুলের ব্যাট হাসলে বাংলাদেশ হাসত। বাংলাদেশ ক্রিকেটের প্রথম তারকা তিনি। স্পট ফিক্সিংয়ে জড়িয়ে স্বর্ণালি ক্যারিয়ারটাকে নিজেই অবশ্য সর্বনাশের দরজায় পাঠিয়ে দিয়েছেন। নিষেধাজ্ঞা কাটিয়ে অনেক বছর ধরেই ঘরোয়া ক্রিকেট খেলছেন আশরাফুল। সেই যাত্রা থামতে যাচ্ছে শিগগিরই।
নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরে বলেছিলেন, একদিনের জন্য হলেও আবারও জাতীয় দলে ফিরবেন। কিন্তু ঘরোয়া পর্যায়ে ধারাবাহিক পারফর্ম করতে পারেননি। এই চেষ্টার সমাপ্তি টানতে বয়সও এখন ভাবাচ্ছে। আগামী জুলাইয়ে আশরাফুলের বয়স ৩৯ বছরে পরবে। এই বয়সে অবশ্য অনেকেই এখন ক্রিকেট খেলছেন। কিন্তু আশরাফুলের ফর্মও ভালো নয় আবার ফিটনেস নিয়েও আছে প্রশ্ন। সব মিলিয়েই হয়তো সিদ্ধান্ত নিয়েছেন ‘অনেক হয়েছে, আর নয়’।
শিগগিরই ব্যাট-প্যাড গুটিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন আশরাফুল। এবারের মৌসুমেই শেষবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলবেন। তারপর আসন্ন বিসিএল, এনসিএলের পর ওই আসরগুলোতেও খেলবেন না। ঘরোয়া পর্যায়ের সব ধরনের ক্রিকেট থেকেই অবসরের পকিল্পনা আশরাফুলের।
এবার মোহামেডানের হয়ে প্রিমিয়ার ডিভিশন খেলবেন। আজ শনিবার (৪ মার্চ) মোহামেডানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছেন। মোহামেডানের ভক্ত বলে ক্যারিয়ারের শেষ প্রিমিয়ার লিগটা এই ক্লাবে খেলতে চেয়েছেন আশরাফুল বলে জানালেন। সেই সঙ্গে দিলেন অবসর বার্তাও।
চুক্তি সম্পন্ন করার পর গণমাধ্যমকে আশরাফুল বলেন, ‘এটাই আমার ঢাকা প্রিমিয়ার লিগে শেষ মৌসুম। এরপর ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ম্যাচ থেকে অবসরে যাচ্ছি। আর সামনে যে বিসিএল, এনসিএল আছে; সেগুলো হবে লঙ্গার ভার্সনে আমার শেষ মৌসুম। আমি ঘরোয়া ক্রিকেটের সব ধরনের জায়গা থেকে অবসরে যাওয়ার পরিকল্পনা করেছি।’
‘এবারই আমার শেষ করে দেয়ার ইচ্ছে। আমি চাচ্ছিলাম বড় দল থেকেই অবসর নিতে। যেহেতু আমি ছোটবেলা থেকেই এই দলটার (মোহামেডান) সমর্থক। মোহামেডান যখন শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৯ সালে, আমি সেই দলে খেলেছিলাম। চেষ্টা করব ভালো মতো শেষ করতে, আবার যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি সেই লক্ষ্য নিয়ে খেলব।’
২০১৩ সালের মে মাসে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলা আশরাফুল প্রথম শ্রেণির ১৮৩ ম্যাচ খেলেছেন। যেখানে ২১টি সেঞ্চুরি এবং ৪২টি হাফ সেঞ্চুরিতে ৯ হাজার ১৯২ রান করেছেন। গড় ২৮.৬৩।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৬১ টেস্টে ২৭৩৭, ১৭৭ ওয়ানডেতে ৩৭৬৮ ও ২৩ টি-টোয়েন্টিতে ৪৫০ রান করেছেন আশরাফুল।
সারাবাংলা/এসএইচএস