Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপরিবর্তিত একাদশ বাংলাদেশের, ইংলিশদের দুটি পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
৩ মার্চ ২০২৩ ১১:৩৯ | আপডেট: ৩ মার্চ ২০২৩ ১৩:২৭

মিরপুরে প্রথম ওয়ানডেতে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। আর এমন সমীকরণ সামনে রেখে শুক্রবার (৩ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হচ্ছে ম্যাচটি। এই ম্যাচে বাংলাদেশ একাদশে আসেনি কোনো পরিবর্তন। তবে ইংলিশদের একাদশে এসেছে দুটি পরিবর্তন।

ইংলিশদের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকসের বদলে দলে ফিরেছেন স্যাম কারান। আর পেসার জফরা আর্চারের জায়গায় সুযোগ হয়েছে সাকিব মাহমুদের।

বিজ্ঞাপন

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ

জেসন রয়, ফিল সল্ট, দাভিদ মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জ্যাক উইলস, মইন আলী, স্যাম কারান, আদিল রশিদ, সাকিব মাহমুদ এবং মার্ক উড।

সারাবাংলা/এসএস

একাদশ ওয়ানডে সিরিজ দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ বনাম ইংল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর