সিরিজ বাঁচাতে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ
৩ মার্চ ২০২৩ ১১:৩১ | আপডেট: ৩ মার্চ ২০২৩ ১২:৩৪
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি বুধবার (১ মার্চ) ৩ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এবার সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার (৩ মার্চ) মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজে রয়েছে তিনটি ম্যাচ। এর আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের অধিনায়কত্ব করেছিলেন লিটন দাস। চোটের কারণে মাঠের বাইরে ছিলেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরছেন তামিম।
তবে মাঠে ফিরে বাংলাদেশকে জয় এনে দিতে পারেননি তামিম ইকবাল। ইংলিশদের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ২০৯ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ইংলিশরা শুরু থেকে বাংলাদেশ বোলারদের সামনে ধুঁকতে থাকলেও শেষ পর্যন্ত হাল ধরেন দাভিদ মালান। আর দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে ইংলিশদের জয় এনে দেন তিনি। আর সিরিজেও এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
মিরপুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। খেলা দেখা যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভিতে। আর অনলাইনে দেখা যাচ্ছে র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএস