Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা, নতুনের ছড়াছড়ি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৩ ২১:৪০ | আপডেট: ১ মার্চ ২০২৩ ২২:৪৬

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুনদের ছড়াছড়ি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার রেজাউর রহমান রাজা, ব্যাটার তৌহিদ হৃদয় ও স্পিনার তানভীর ইসলাম।

আট বছর পর দলে ফিরেছেন সদ্য শেষ হওয়া বিপিএলে দারুণ পারফর্ম করা রনি তালুকদার। দলে ফিরেছেন শামীম পাটোয়ারিও। এই মুহূর্তে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে খেলছে বাংলাদেশ। এই সিরিজ শেষে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

বিজ্ঞাপন

বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই দল থেকে বাদ পরেছেন সৌম্য সরকার, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন।

২০১৫ সালে দেশের হয়ে একটা মাত্র টি-টোয়েন্টি খেলেছিলেন রনি তালুকদার। তবে বিপিএলে তিনি পারফর্ম করে আসছেন কয়েক বছর ধরেই। এ বছর রংপুর রাইডার্সের হয়ে ১৩ ইনিংসে ১২৯ স্ট্রাইক রেটে ৪২৫ রান করেছেন। ওপেনিংয়ে ব্যাট করে বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন রনি।

বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা, শামীম পাটোয়ারি ও স্পিনার তানভীর ইসলামও। এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলা তানভীর। রেজা ৮ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। বাঁহাতি স্পিনার তানভীর ১২ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট।

তরুণ হৃদয় তো রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন। সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১২ ইনিংসে ৪০৩ রান করেছেন হৃদয়। তার স্ট্রাইক রেট ছিল ১৪০।

বাংলাদেশ-ইংল্যান্ড তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ৯ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে- ১২ ও ১৪ মার্চ।

বিজ্ঞাপন

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান, তানভীর ইসলাম।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর