মালান বাঁধায় হেরে গেল বাংলাদেশ
১ মার্চ ২০২৩ ১৯:৫২ | আপডেট: ১ মার্চ ২০২৩ ২০:১৯
আগে ব্যাটিং করে বাংলাদেশ ২০৯ রানেই গুটিয়ে গেলে মনে হচ্ছিল সহজ টার্গেটই পেল ইংল্যান্ড। ওয়ানডেতে এ আর রান নাকি! কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ইংলিশদের বেশ ভালোই চেপে ধরেছিল বাংলাদেশ। একটা সময় বাংলাদেশের জয়কে সম্ভবই মনে হচ্ছিল। কিন্তু ডেভিড মালান বাঁধায় সেই স্বপ্ন সত্যি হয়নি। একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন ইংলিশ তারকা। মালানের সেঞ্চুরিতে প্রথম ওয়ানডেতে শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে প্রথমে ব্যাটিং করে ২০৯ রান তুলেছিল বাংলাদেশ। পরে ৪৮.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য ২১২ রান তুলে ফেলে ইংল্যান্ড। এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।
বুধবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০৯ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে শুরুতেই ইংলিশদের ভড়কে দিয়েছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই জেসন রয়কে ফেরান সাকিব আল হাসান। অপর ওপেনার ফিল সল্টকে বেশিদূর এগুতে দেননি তাইজুল ইসলাম। দলীয় ৩৫ রানের মাথায় ১৯ বলে ১২ রান করা সল্টকে সরাসরি বোল্ড করেছেন তাইজুল।
পাঁচে নামা ডেভিড ভিন্স ও ছয়ে নামা জস বাটলারও দাঁড়াতে পারেননি। তাইজুল ইসলামকে এগিয়ে এসে খেলতে গিয়ে ব্যাটে-বলে সংযোগ করতে না পেরে স্ট্যাম্পিং হয়েছেন ভিন্স। ৯ বলে ৬ রান করে ফিরেছেন। জস বাটলার তাসকিন আহমেদের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন ১০ বলে ৯ রান করে। ৬৫ রানে চতুর্থ উইকেট হারায় ইংল্যান্ড।
তবে তিনে নামা ডেভিড মালান একপ্রান্ত আগলে রেখে দলকে টেনেছেন দুর্দান্তভাবে। বাংলাদেশের স্পিনেই বেশি ভুগছে ইংলিশ ব্যাটিং। আর মালান স্পিনটাই খেলছেন ভালো। তাইজুল ইসলাম, সাকিব আল হাসানরা অন্যদের উপর ছড়ি ঘুড়ালেও মালানের মনোযোগ নষ্ট করতে পারেননি।
অবশ্য অপর প্রান্ত থেকে নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশ। ইংল্যান্ড চাপে পরেছিল তাতেই। কিন্তু শেষ পর্যন্ত মালান সেই চাপ কাটিয়ে উঠেছেন দারুণভাবে। ৬৫ রানে চার উইকেট হারিয়ে ফেলা ইংল্যান্ডের হয়ে তারপর হাল ধরেন মঈন আলী ও উইল জ্যাক। মেহেদি হাসান মিরাজ পর পর এই দুজনকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান। ৩১ বলে ২৬ রান করে ফেরেন জ্যাক। মঈন আলী ফিরেছেন ৩২ বলে ১৪ রান করে। দলীয় ১৬১ রানের মাথায় ক্রিস ওকস সপ্তম ব্যাটার হিসেবে ফিরলে বাংলাদেশই ছিল সুবিধাজন অবস্থানে। কিন্তু একপ্রান্তে গলার কাটা হয়ে আটকে ছিলেন ডেভিড মালান। সেই মালানেই শেষ পর্যন্ত হেরেছে বাংলাদেশ।
৮ বল হাতে রেখেই ইংল্যান্ড যখন ৩ উইকেটের জয় নিশ্চিত করল মালান তখন ১১৪ রানে অপরাজিত। তার ১৪৫ বলের ইনিংসটিতে চারের মার ৮টি, ছক্কা ৪টি। আদিল রশিদ শেষ দিকে ২৯ বলে ১৭ রান করে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে ৫৪ রানে তিন উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। ৩৫ রান খরচায় দুই উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ।
এর আগে বাংলাদেশের ইনিংসটা এগিয়েছে অল্প অল্প করে। আগে ব্যাটিং করতে নেমে শুরুতে বেশ ভালোই ব্যাটিং করছিলেন তামিম ইকবাল। তবে ওপেনিং জুটিটা বড় হয়নি। দলীয় ৩৩ রানের মাথায় লিটন দাস ফিরেছেন ১৫ বলে ৭ রান করে। অধিনায়ক তামিম ইকবাল ৩২ বলে ২৩ রান করে ফিরেছেন দলীয় ৫১ রানের মাথায়। তবে এরপর মুশফিকুর রহিমের সঙ্গে বেশ শক্ত একটা জুটি হয়েছে তরুণ নাজমুল হোসেন শান্তর।
তৃতীয় উইকেট জুটিতে ৪৪ রান যোগ করেন দুজন। মুশফিক ৩৪ বলে ১৬ রান করে ফিরেছেন দলীয় ৯৫ রানের মাথায়। তারপর সাকিব আল হাসানও (৮) টিকতে পারেননি। ছয়ে নেমে মাহমুদউল্লাহ হাল ধরেছিলেন। ষষ্ঠ উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে তোলেন ৫৪ রান। মাহমুদউল্লাহ, নাজমুল ফিরেছেন মাত্র তিন রানের ব্যবধানে। ৮২ বলে ৬টি চারের সাহায্যে ৫৮ রান করে ফেরেন শান্ত। মাহমুদউল্লাহ ৪৮ বলে ৩১ রান করে আউট হয়েছেন।
আফিফ হোসেন (৯), মেহেদি হাসান মিরাজ (৭) এরপর দাঁড়াতে পারেননি। শেষ দিকে দুই বোলার তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম খানিকক্ষণ ব্যাট করলেন বলে দুইশ পেরুতে পেরেছে বাংলাদেশ।
৪৭.২ ওভারে ২০৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তাসকিন ১৮ বলে ১৪ ও তাইজুল ১৩ বলে ১০ রানে অপরাজিত ছিলেন।
সারাবাংলা/এসএইচএস