Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে কাঁপছে ইংল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৩ ১৯:১৯ | আপডেট: ১ মার্চ ২০২৩ ২০:১৯

বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ২০৯ রানেই গুটিয়ে গেলে মনে হচ্ছিল সহজ টার্গেটই পেল ইংল্যান্ড। ওয়ানডেতে এ আর কতোই রান! কিন্তু এই পুঁজি নিয়েই ইংলিশদের কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশ। মিরপুরে ইংল্যান্ডকে বেশ চাপেই ফেলেছে স্বাগতিকরা।

বুধবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ২০৯ রানের জবাব দিতে নেমে ১৬১ রানে সপ্তম উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড।

ইংলিশদের শুরুতেই ধাক্কা দিয়েছে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই জেসন রয়কে ফেরান সাকিব আল হাসান। অপর ওপেনার ফিল সল্টকে বেশিদূর এগুতে দেননি তাইজুল ইসলাম। দলীয় ৩৫ রানের মাথায় ১৯ বলে ১২ রান করা সল্টকে সরাসরি বোল্ড করেছেন তাইজুল।

পাঁচে নামা ডেভিড ভিন্স ও ছয়ে নামা জস বাটলারও দাঁড়াতে পারেননি। তাইজুল ইসলামকে এগিয়ে এসে খেলতে গিয়ে ব্যাটে-বলে করতে না পেরে স্ট্যাম্পিং হয়েছেন ভিন্স। ৯ বলে ৬ রান করে ফিরেছেন। জস বাটলার তাসকিন আহমেদের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন ১০ বলে ৯ রান করে। ৬৫ রানে চতুর্থ উইকেট হারায় ইংল্যান্ড।

তবে তিনে নামা ডেভিড মালান দুর্দান্তভাবে একপ্রান্ত আগলে রেখে দলকে টানছেন। বাংলাদেশের স্পিনেই বেশি ভুগছে ইংল্যান্ড। আর মালান স্পিনটাই খেলছেন ভালো। তাইজুল ইসলাম, সাকিব আল হাসানরা অন্যদের উপর ছড়ি ঘুড়ালেও মালানের মনোযোগ নষ্ট করতে পারেননি।

অবশ্য অপর প্রান্ত থেকে নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশ। ইংল্যান্ড চাপে পরেছে তাতেই। ৬৫ রানে চার উইকেট হারিয়ে ফেলা ইংল্যান্ডের হয়ে তারপর হাল ধরেছেন মঈন আলী ও উইল জ্যাক। মেহেদি হাসান মিরাজ পর পর এই দুজনকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান। দলীয় ১৬১ রানের মাথায় ক্রিস ওকস সপ্তম ব্যাটার হিসেবে ফিরলে বাংলাদেশই ছিল সুবিধাজন অবস্থানে। কিন্তু একপ্রান্তে গলার কাটা হয়ে আটকে আছেন ডেভিড মালান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর