বাংলাদেশ-ইংল্যান্ড লড়াইয়ে দর্শক আগ্রহ কম
১ মার্চ ২০২৩ ১৮:৪০ | আপডেট: ১ মার্চ ২০২৩ ১৮:৫১
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড প্রায় সাড়ে ছয় বছর পর বাংলাদেশে সিরিজ খেলতে এসেছে। স্বাভাবিকভাবেই ইংলিশদের বিপক্ষে সিরিজ নিয়ে ছিল বাড়তি আগ্রহ। কিন্তু কেন জানি ম্যাচের দিন দর্শকে গ্যালারি ভরল না।
২০১৫ সাল থেকে ঘরের মাঠে ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত খেলে আসছে বাংলাদেশ। ঘরের মাঠে প্রিয় ফরম্যাটে খেলা হলে গ্যালারিতে দর্শক থাকে কানায় কানায় পূর্ণ। সেটা যে কোনো প্রতিপক্ষই হোক। সে হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ বলে আগ্রহ থাকার কথা তুঙ্গে। কিন্তু আজ ম্যাচের দিন গ্যালারিই ভরল না!
আজ বুধবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ-ইংল্যান্ড। সিরিজে ওয়ানডে ম্যাচের টিকিট মূল্য ২০০ থেকে ১৫০০ টাকা। খেলা শুরুর অনেকক্ষণ পর্যন্ত দেখা গেল ২০০ টাকা টিকিট মূল্যের পূর্ব গ্যালারি প্রায় ফাঁকা। ভরল না কোনো গ্যালারিই। ওয়ানডে ফরম্যাটে মিরপুরে গ্যালারি যেখানে কানায় কানায় পূর্ণ থাকে সেখানে এমন দৃশ্য বিরলই বটে।
মিরপুরে ওয়ানডে ফরম্যাটে খেলা হলে স্টেডিয়ামের বাইরেও ক্রিকেট সমর্থকদের ভীড় দেখা যায়। আজ চোখে পড়ল না সেটাও।
অবশ্য ইংল্যান্ড সিরিজের ঝাঁঝ কোথাও মিলছে ঠিকই। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককেই টিকিটের জন্য হাহাকার করতে দেখা গেছে। কিন্তু মাঠের গ্যালারি ফাঁকা কেন সেটাই বড় প্রশ্ন।
সারাবাংলা/এসএইচএস