Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের মামুলি পুঁজি

স্পোর্টস ডেস্ক
১ মার্চ ২০২৩ ১৫:৪২ | আপডেট: ১ মার্চ ২০২৩ ১৬:২১

ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর উজ্জীবিত বাংলাদেশ দল। চোট কাটিয়ে মাঠে ফিরেছেন অধিনায়ক তামিম ইকবালও। তবে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের মামুলি পুঁজি। ব্যাট হাতে এক নাজমুল হোসেন শান্তর মেইডেন ফিফটির পরেও খেলতে পারেনি নির্ধারিত ৫০ ওভার। ৪৭.২ ওভারে ২০৯ রানে অলআউট হয় বাংলাদেশ।

ইনিংসের ৫ম ওভারে বল হাতে আসেন ক্রিস ওকস। প্রথম তিন বল ডট দেওয়ার পর চতুর্থ বলে লিটন দাস (৭) তাকে ছক্কা হাঁকান। এরপরের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। এরপর তামিম ইকবাল ফেরেন ১০ ওভারে মার্ক উডের বলে বোল্ড হয়ে ফেরেন। আউট হওয়ার আগে চারটি চারে তামিক্ম করেন ২৩।

বিজ্ঞাপন

তামিম ফিরলে উইকেটে আসেন মুশফিক। তৃতীয় উইকেটে অভিজ্ঞ মুশিকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। তবে অভিজ্ঞ মুশিক ধীর গতির ব্যাটিং চাপ বাড়াচ্ছিল দলের ওপরও। এরপর ২০তম ওভারে ৪৪ রানের এই জুটি ভাঙেন আদিল রশিদ। মুশফিক ফেরেন মার্ক উডের হাতে ক্যাচ দিয়ে। আউট হওয়ার আগে ৩৪ বলে ১৬ রান করে মুশফিক যখন ফিরছেন দলীয় সংগ্রহ তখন ৯৫।

টপ অর্ডার থেকে পাঁচ নম্বরে অবনমিত হয়েছেন। মাত্র দিন তিনেক আগে দেশে ফেরা সাকিব ব্যাট হাতে পারলেন না নিজেকে মেলে ধরতে। ১১ বলে ৯ রান করে ফিরলেন সাকিবও। বাংলাদেশ ১০৬ রানে হারাল চতুর্থ উইকেট। এরপর মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে হাল ধরলেন শান্ত। এই জুটি দাঁড়িয়ে বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার লক্ষ্য। এর ভেতর শান্ত তুলে নিলেন অর্ধশতকও। তবে ৩৬তম ওভারে এসে আর ধরে রাখতে পারলেন না শান্ত। ফিরলেন দলীয় ১৫৯ রানে ভাঙল ৫৩ রানের জুটি। শান্ত যখন ফিরছেন তখন তার নামের পাশে ৮২ বলে ৫৮ রানের ইনিংস।

বিজ্ঞাপন

শান্ত ফেরার পরপরই ফিরলেন সেট হয়ে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদও (৩১)। এই জুটির সময় মনে হচ্ছিল, আড়াইশ তো বটেই, আরও বেশি রানও তুলতে পারে বাংলাদেশ। কিন্তু এই জুটি ভাঙা দিয়েই বদলে যায় চিত্র। পরপর দুই ওভারে বিদায় নেন দুজন। রশিদের গুগলিতে শান্ত সজোরে পুল করলেও বল নিচে রাখতে পারেননি। ধরা পড়েন জেসন রয়ের হাতে। জুটি থামে ৮০ বলে ৫৩ রানে। পরের ওভারে উডের লেগ স্টাম্পে থাকা বলে হালকা ব্যাট ছুঁইয়ে ফেরেন মাহমুদউল্লাহ (৪৮ বলে ৩১)।

এরপর বাজে শটে বিদায় নেন আফিফ হোসেন। ভালো কিছু করতে পারেননি মেহেদী হাসান মিরাজও। ১৮২ রানে ৮ উইকেট হারানো দল দুইশ ছাড়াতে পারেন তাসকিন ও তাইজুলের সৌজন্যে। তবে শেষ পর্যন্ত ১৬ বল আগেই শেষ দলের ইনিংস।

স্কোরকার্ড:

বাংলাদেশ: ৪৭.২ ওভারে ২০৯ (তামিম ২৩, লিটন ৭, শান্ত ৫৮, মুশফিক ১৬, সাকিব ৮, মাহমুদউল্লাহ ৩১, আফিফ ৯, মিরাজ ৭, তাসকিন ১৪, তাইজুল ১০, মুস্তাফিজ ০*), (ওকস ৮-০-২৮-১, আর্চার ১০-০-৩৭-২, উড ৮-০-৩৪-২, মইন ৭.২-০-৩৫-২, রশিদ ৯-০-৪৭-২, জ্যাকস ৫-০-১৮-১)।

সারাবাংলা/এসএস

টপ নিউজ নাজমুল হোসেন শান্ত প্রথম ওয়ানডে বাংলাদেশ বনাম ইংল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর