প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
১ মার্চ ২০২৩ ১১:৩৬ | আপডেট: ১ মার্চ ২০২৩ ১১:৪১
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি বুধবার (১ মার্চ) মাঠে গড়াচ্ছে। মিরপুর শের-ই-বাংলায় প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজে রয়েছে তিনটি ম্যাচ। এর আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের অধিনায়কত্ব করেছিলেন লিটন দাস। চোটের কারণে মাঠের বাইরে ছিলেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরছেন তামিম।
মিরপুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। খেলা দেখা যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভিতে। আর অনলাইনে দেখা যাচ্ছে র্যাবিটহোলে।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ
জেসন রয়, ফিল সল্ট, দাভিদ মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জ্যাক উইলস, মইন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জফরা আর্চার এবং মার্ক উড।
সারাবাংলা/এসএস
ওয়ানডে সিরিজ টপ নিউজ টস প্রথম ওয়ানডে বাংলাদেশ বনাম ইংল্যান্ড