বিতর্কের মধ্যে ইংলিশদের সামনে বাংলাদেশ
১ মার্চ ২০২৩ ০৮:৪০ | আপডেট: ১ মার্চ ২০২৩ ১০:৪১
সিরিজ শুরুর আগে একটা দল যদি দেখে যে প্রতিপক্ষ শিবিরে খেলার চেয়ে অন্য বিষয় নিয়েই বেশি কথা হচ্ছে, তাহলে নিশ্চয় খুশিতে গদগদ হওয়ার কথা! ইংলিশদের এখন খুশিতে গদগদ হওয়ারই কথা। বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ মাঠে গড়াচ্ছে আজ থেকে। অথচ গত ক’দিন ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলার চেয়ে বেশি আলোচনা হলো সাকিব-তামিমের বন্ধুত্বের ভাঙন প্রসঙ্গ! এসব বিতর্কের মধ্যেই আজ ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নামছে বাংলাদেশ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। আজকের ম্যাচের আগে আলোচনা হতে পারত চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়েও। প্রায় সাড়ে পাঁচ বছর পর আবারও ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচের চেয়ারে। হাথুরুর ফেরা নিয়ে কম কথা হয়নি। ফলে দ্বিতীয় মেয়াদে তার যাত্রা শুরুটা আগ্রহেরই। কিন্তু সব আলোই তো কেড়ে নিলেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন! সিরিজ মাঠে গড়ানোর কয়েক দিন আগে সাকিব আল হাসান ও তামিম ইকবালের পরস্পরের সম্পর্ক খারাপের কথা তুলেছেন। দুই গুরুত্বপূর্ণ সদস্যের মধ্যে দ্বন্দ্বের কথা প্রকাশ্যে এনে দলে গ্রুপিংয়ের ইঙ্গিতও করেছিলেন বোর্ড সভাপতি। এসবের মধ্যেই ইংলিশদের সামলাতে নামবে বাংলাদেশ।
মাঠের ক্রিকেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফেভারিট মনে করা হচ্ছে বাংলাদেশকে। কারণ খেলাটা বাংলাদেশের মাটিতে আর ফরম্যাটটা ওয়ানডে। সেই ২০১৫ সালের বিশ্বকাপ থেকেই ঘরের মাটিতে রীতিমতো দুর্বার বাংলাদেশ। ওই সময়ের পর ঘরের মাটিতে ১৩ সিরিজ খেলে ১২টিতেই জিতেছে বাংলাদেশ। এতেই পরিস্কার ঘরের মাঠে ওয়ানডেতে কতোটা ভয়ঙ্কর বাংলাদেশ। কদিন আগে ভারতকে সিরিজ হারিয়েছে টাইগাররা। তবে যে একটা সিরিজ জেতা সম্ভব হয়নি সেটা এই ইংল্যান্ডের বিপক্ষেই, ২০১৬ সালে। অবশ্য পেছনে ফিরে তাকালে দেখা যাবে একটু এদিক ওদিক হলে ইংলিশদেরও হারিয়ে দিতে পারত বাংলাদেশ। এবার সেই আক্ষেপ ঘুচানোর সুযোগ।
মুখোমুখি পরিসংখ্যানও আত্মবিশ্বাস যোগাবে বাংলাদেশকে। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ১২ ওয়ানডেতে মাত্র ৪ বার জিততে পেরেছে ইংল্যান্ড। সর্বশেষ ভারত সিরিজে ইনজুরির কারণে দলে ছিলেন না তামিম ইকবাল। ইংল্যান্ড সিরিজে নিয়মিত অধিনায়ক তামিমই দিবেন দলকে নেতৃত্ব। ইনজুরির কারণে ভারত সিরিজে পুরোপুরি খেলতে না পারা পেসার তাসকিন আহমেদও পুরো ফিট। অর্থাৎ পূর্ণ শক্তির দলই পাচ্ছে বাংলাদেশ।
পূর্ণ শক্তির বাংলাদেশ আজ ইংল্যান্ডের বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলবে সেই বার্তা দিয়ে রেখেছেন নতুন করে দায়িত্ব নেওয়া পুরনো কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল শ্রীলংকান কোচ বলছিলেন, ‘আমার আগের দফার দায়িত্বে আমরা আগ্রাসী ক্রিকেট খেলেছি। আপনি যদি বলেন, বাংলাদেশ আগ্রাসী ক্রিকেট খেলে না, আমি সেটি বিশ্বাস করি না। আমরা আগ্রাসী ক্রিকেট খেলি। আপনি শুধু ব্যাটসম্যানদের অ্যাকশন দেখেন। আগ্রাসী ক্রিকেট বলতে আগ্রাসী ফিল্ডিং সাজানোও বোঝায়। তো আগ্রাসী ক্রিকেট খেলার অনেক উপায় আছে। শুধু বল মাঠের বাইরে পাঠানোই আগ্রাসী ক্রিকেট নয়। মাঠে আমরা ওই ধরণ আনার চেষ্টা করছি। হোক ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং; আমরা এভাবেই পারফর্ম করতে যাচ্ছি।’
বাংলাদেশ আগ্রাসী ক্রিকেটের বার্তা দিল আর অপর দিকে ইংল্যান্ড কিন্তু আগ্রসী ক্রিকেট খেলেই আলোচিত। বাংলাদেশের কাছে হেরে ২০১৫ সালের বিশ্বকাপ থেকে বাদ পরে ইংল্যান্ড। তারপর থেকেই আগ্রাসী ক্রিকেট খেলে সাফল্যের চূড়ায় পৌঁছা ইংল্যান্ড বর্তমানে আগ্রাসী ক্রিকেটের উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। তিন ফরম্যাটেই এখন ইংলিশ ক্রিকেট মানেই আগ্রাসন, আগ্রাসন, আগ্রাসন…।
এই সিরিজে পর্ণ শক্তির ব্যাটিং লাইনআপ পায়নি ইংল্যান্ড। তবে বোলিং ইউনিট পূর্ণ শক্তিরই। জোফরা আর্চার ফিরেছেন। তার সঙ্গে মার্ক উড, উইল জ্যাকসরা থাকবেন গতির ঝড় তুলতে। আদিল রশিদ, মঈন আলীরা ঘূর্ণি জাদু দেখাতে প্রস্তুত। ইংলিশরা নিশ্চয় বাংলাদেশকে গতির ঝড়ে শুরুতেই কাঁপিয়ে দিতে চাইবে। গতকাল ইংল্যান্ডের হয়ে সংবাদ সম্মেলনে এসে মঈন আলী একটা হুক্কারও দিয়ে গেলেন।
বলেছেন, ‘আমরা জানি বাংলাদেশ ঘরের মাঠে শক্তিশালী দল। তবে আমরা কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন এবং আগে ভালো করেছি।’ ফেভারিট প্রশ্নে মঈন বলেছেন, ‘কারা ফেভারিট সেটা আসলে তেমন বড় কিছু নয়। এর আগে আমরা আমাদের সেরা দল পাইনি। তবে এবার (মার্ক) উড আছে, জোফরা (আর্চার) আছে এবং উইল জ্যাকসের মতো কিছু নতুন ছেলে পেয়েছি আমরা। তাদের পেয়ে আমরা রোমাঞ্চিত। ফেভারিটের কথা বললে, সিরিজ শেষ হওয়ার আগে এটি আসলে তেমন বড় কিছু নয়।’
আগ্রাসী ক্রিকেটের বার্তা দেওয়া চন্ডিকা হাথুরুসিংহে ‘হোম কন্ডিশনের’ সুবিধা নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন। সেক্ষেত্রে স্পিনের ছোয়া থাকবে হয়তো উইকেটে। তেমনটা হলে সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের সঙ্গে বাড়তি স্পিনার হিসেবে তাইজুল ইসলামকে একাদশে দেখা যেতে পারে। নাসুম আহমেদকে রেখে যাকে স্কোয়াডে নেওয়া নিয়ে হলো বেশ জলঘোলা।
সিরিজে বাংলাদেশের স্পিন বনাম ইংল্যান্ডের পেস দ্বৈরথ জমে উঠতে পারে। অবশ্য তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরাও প্রস্তুত পেস শক্তি দেখাতে। একাদশে একজন বাড়তি স্পিনার না রাখলে তৃতীয় পেসার হিসেবে ডাক পরতে পারে হাসান মাহমুদের।
ব্যাটিং লাইনআপে খুব একটা পরিবর্তন হওয়ার কথা নয়। তামিম ইকবাল, লিটন দাসের পর তিনে বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা নাজমুল হোসেন শান্ত। চারে সাকিব আল হাসান, পাঁচে মুশফিকুর রহিম, ছয়ে মাহমুদউল্লাহ, সাতে আফিফ হোসেন ধ্রুব, আটে মেহেদি হাসান মিরাজ।
প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম/হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
সারাবাংলা/এসএইচএস
চন্ডিকা হাথুরুসিংহে টপ নিউজ তামিম ইকবাল বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ