Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফলোঅন থেকে কিউইদের রোমাঞ্চকর ইংলিশ বধ

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৮

ক্রিকেট ইতিহাসে এই নিয়ে চতুর্থবারের মতো ঘটল এমন ঘটনা। এর আগে ঠিক ২২ বছর আগে ঘটেছিল এমনটা। ফলোঅনে পড়েও টেস্ট ম্যাচ জয়ের ইতিহাসে ইংল্যান্ড ও ভারতের পর নাম যোগ করল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ফলোঅনে পড়ে নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ইনিংসে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় কিউইরা। আর শেষ পর্যন্ত ১ রানের রোমাঞ্চকর জয় তুলে নেয় স্বাগতিকরা।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের বিপক্ষে ফলোঅন পড়ে দ্বিতীয় ইনিংসে ২২৬ রানে পিছিয়ে ব্যাট করতে নামে ব্ল্যাকক্যাপসরা। এরপর কেন উইলিয়ামসন ও টম ব্লান্ডেলের দৃঢ় ব্যাটিংয়ে ভর করে রানের পাহাড় গড়ে কিউইরা। এতেই জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৫৯ রানের। শেষমেশ ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হারে মাত্র ১ রানে। এমন রুদ্ধশ্বাস টেস্ট জয়ের নজির ওয়েস্ট ইন্ডিজ ছাড়া আর কোনো দলের ছিল না। ১৯৯৩ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে ১ রানের ব্যবধানে হারিয়েছিল ক্যারিবিয়ানরা।

বিজ্ঞাপন

শেষ দিনে ব্যাট করতে নামে আগের দিন ২৩ রানে থাকা বেন ডাকেট ও ১ রানে থাকা অলি রবিনসন। তবে দিনের শুরুতেই রবিনসনকে ফেরান সাউদি। ডাকেটও ফেরেন দ্রুতই। তখনই মিলছিল জয়ের আভাস। তবে প্রতিরোধ গড়ে জো রুট ও অধিনায়ক বেন স্টোকস। ইংলিশ অধিনায়ক মাত্র ৩৩ রান করলেও সেঞ্চুরির পথে ছিলেন দুর্দান্ত ফর্মে থাকা জো রুট। তবে সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে ফেরেন তিনিও।

এরপর লড়াই চালিয়ে যান বেন ফোকস। কিন্তু তিনি একা লড়াই করলেও বাকিরা কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। শেষের দিকে এসে তিনিও ফেরেন ৩৫ রান করে। শেষ উইকেটে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান। ১১ নম্বরে নামা জেমস অ্যান্ডারসন বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ আরও সহজ করেন। ২ রান দূরে থাকতে কিউই পেসার নেইল ওয়েগনারের লেগ স্টাম্পের বাইরের বল ফ্লিক করতে গিয়ে উইকেটরক্ষক টম ব্লান্ডেলের হাতে ধরা পড়েন তিনি।

নিউজিল্যান্ডের ওয়াগনার শেষ ইনিংসে ৪ উইকেট নেন। ৩ উইকেট দখল করেন টিম সাউদি। ২ উইকেট নেন ম্যাট হেনরি। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন কেন উইলিয়ামসন। ২ টেস্টে ৩২৯ রান ও ১ট উইকেট করে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন হ্যারি ব্রুক।

১৪৬ বছরের টেস্ট ইতিহাসে ১ রানের জয়ের মাত্র দ্বিতীয় কীর্তি এটি। ফলোঅনে পড়ার পর টেস্ট জয়ের ঘটনা আগে ছিল মাত্র তিনটি। ম্যাককলাম-স্টোকস জমানায় ১২ টেস্টে স্রেফ দ্বিতীয়বার হারল ইংল্যান্ড। ঘরের মাঠে কিউইদের অপরাজেয় যাত্রা পৌঁছে গেল টানা ১২ সিরিজে।

সারাবাংলা/এসএস

দ্বিতীয় টেস্ট নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড নিউজিল্যান্ডের জয়

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর