Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি-এমবাপের যুগলবন্দিতে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:০৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৫

চোটে পড়ে ছিটকে যাওয়ার নেইমার জুনিয়রের অভাব বুঝতে দেননি দুই তারকা ফুটবলার লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে অলিম্পিক মার্সেইকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে লিগের শীর্ষস্থান আরও পোক্ত করেছে পিএসজি। মার্সেইকে ৩-০ গোলে হারানোর দিনে এমবাপে দুটি আর মেসি করেছেন একটি গোল।

মার্সেইর মাঠে ম্যাচের শুরু থেকেই অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। কিন্তু ২৫ মিনিটের মাথায় এসে লিড নেয় পিএসজি। মাঝমাঠ থেকে মেসির বাড়ানো বল ধরে দারুণ গতিতে এগিয়ে গিয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন এমবাপে। মিনিট তিনেক পর এরিক বেইলি মার্সেইর হয়ে একটি গোল শোধ দেন কিন্তু তা হ্যান্ড বলের কারণে বাতিল হয়ে যায়।

বিজ্ঞাপন

এগিয়ে যাওয়ার ঠিক চার মিনিট পর স্কোরশিটে নাম তোলেন লিওনেল মেসি। দলের প্রথম গোলে এমবাপেকে অ্যাসিস্ট করেছিলেন মেসি। আর পরেরটিতে মেসির করা গোলে অ্যাসিস্ট এমবাপের। নিখুঁত পাসে পেনাল্টি স্পটের কাছাকাছি জায়গায় তিনি খুঁজে নেন মেসিকে। এরপর বাকি কাজটা সারেন মেসি।

 এরপর প্রথমার্ধে আরও কিছু সুযোগ তৈরি করলেও আর ব্যবধান বাড়াতে পারেনি পিএসজি।

দ্বিতীয়ার্ধের শুরুটা আবারও আক্রমণাত্মক করে পিএসজি। ৫৫তম মিনিটে মেসিকে বল বাড়িয়ে ডি বক্সের দিকে ছুটতে থাকেন এমবাপে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের উঁচু করে বাড়ানো বলে প্রথম স্পর্শে চমৎকার ভলিতে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি। ১৭ গোল নিয়ে চলতি লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠলেন এমবাপে। মেসির গোল ১২টি।

তিন গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি মার্সেই। আক্রমণ করে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েছে তারা। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচে ফেরা তো দূরের কথা, একটি গোলও শোধ করতে পারেনি মার্সেই। এতেই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

বিজ্ঞাপন

এই জয়ে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করল পিএসজি। শিরোপা ধরে রাখার অভিযানে এগিয়ে গেল ৮ পয়েন্টে। ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে মার্সেই।

সারাবাংলা/এসএস

কিলিয়ান এমবাপে পিএসজি বনাম মার্সেই ফ্রেঞ্চ লিগ ওয়ান লিওনেল মেসি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর