Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁচকে আলমেরিয়ার কাছে হারল বার্সা

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৪০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৩৩

লা লিগাতে শেষবার গত বছর ১৬ অক্টোবর রিয়াল মাদ্রিদের মাঠে হেরেছিল বার্সেলোনা। এরপর টানা ১৩ ম্যাচ অপরাজিত জাভি হার্নান্দেজের দল। অবশেষে থামল পাঁচ মাস অপরাজিত থাকার দৌড়। রেলিগেশন জোনে থাকা আলমেরিয়ার কাছে ১-০ গোলে হেরে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও বাড়ানোর সুযোগ হাতছাড়া করল বার্সেলোনা।

চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে আলমেরিয়ার বিপক্ষে খেলতে নামে বার্সেলোনা। রেলিগেশন জোনে থাকা আলমেরিয়াকে হারাতে পারলেই রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান দাঁড়াবে ১০। এতে লা লিগার শিরোপা জয়ের রাস্তায় অনেকটাই এগিয়ে যেতে বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত আলমেরিয়ার মাঠে ১-০ গোলের অপ্রত্যাশিত হার বার্সেলোনার। চলতি মৌসুমে লা লিগায় এটি বার্সেলোনার দ্বিতীয় হার। এর আগে এল ক্লাসিকোতে সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম হারের মুখ দেখেছিল।

বিজ্ঞাপন

২৩ ম্যাচে ১৯ জয় আর দুটি করে হার এবং ড্র’তে ৫৯ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচে ১৬ জয়, ৪টি ড্র আর তিনটি হারে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আর বার্সাকে হারিয়ে চমক দেওয়া আলমেরিয়া ২৫ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ১৫ নম্বরে।

আলমেরিয়ার মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণ সাজাতে শুরু করে বার্সেলোনা। তবে ফরোয়ার্ডের ব্যর্থতায় ম্যাচে লিড নিতে পারছিল না কাতালান ক্লাবটি। একের পর এক বার্সেলোনার আক্রমণ রুখতে ব্যস্ত আলমেরিয়া ম্যাচের ২৪ মিনিটের মাথায় গোল করে বসে। প্রতি আক্রমণ থেকে বল পেয়ে বুলেট গতির শটে মার্ক-আন্দ্রে টার স্টেগেনকে পরাস্ত করেন মালির ফরোয়ার্ড তুরে।

বিজ্ঞাপন

তিন মিনিট পরে আবারও গোল হজম করতে বসেছিল বার্সা। তবে এবার বার্সার ত্রাতা হয়ে দলকে দুই গোলে পিছিয়ে পড়তে দেননি স্টেগান। ৪১তম মিনিটে সমতা ফেরানোর একটা সুযোগ পেয়েছিলেন রবার্ট লেভান্ডোফস্কি তবে ডি বক্সের ভেতর থেকে হেড করেও বল জালে জড়াতে পারেননি তিনি।

বিরতির পর দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণের ধার বাড়ায় বার্সা। একের পর এক আক্রমণ করেও ফল আসছিল না। ৫৯ মিনিটের মাথায় গাভির নেওয়া বুলেট শট গোলপোস্টের খুব কাছ দিয়ে বেরিয়ে যায়, ৭২ মিনিটের মাথায় ফেররান তোরেসের ক্রস সামান্যের জন্য পা ছোঁয়াতে পারেননি রাফিনহা। আর ম্যাচের একদম শেষ দিকে এসে তোরেসের ক্রস থেকে লাফিয়ে উঠেও মাথা ছোঁয়াতে ব্যর্থ হন আরাহো। এতেই আর ম্যাচে ফিরতে পারেনি বার্সা।

শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় কাতালান ক্লাবটিকে।

সারাবাংলা/এসএস

টপ নিউজ বার্সার হার বার্সেলোনা বনাম আলমেরিয়া লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর