Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ বছর আগেও গ্রুপিং দেখিনি, এখনও দেখি না: তামিম

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩৯ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৪

সম্প্রতি এক সাক্ষাৎকারে বোমা ফাটিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি সরাসরি বলেন, ড্রসিংরুমে মারাত্মক গ্রুপিং রয়েছে। আর এই ব্যাপারটি শোনার পর তিনি খুবই অবাক হয়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ঠিক আগে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক তামিম ইকবাল হলেন এসব প্রশ্নের মুখোমুখি। সেখানে তিনি জানালেন, ১৬ বছর আগেও তিনি বাংলাদেশ দলে কোনো গ্রুপিং দেখেননি, এখনও তা দেখেন না।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে চলছে শীতল সম্পর্ক। আর তা দুইজনের মধ্য থেকে বেরিয়ে বাইরের মানুষের কানেও এসে পৌঁছেছে। তামিম-সাকিবের মধ্যে শীতল সম্পর্কের কথা স্বীকারও করে নিয়েছেন তামিম। তবে মাঠের পারফরম্যান্সে এই শীতল সম্পর্কের কোনো প্রভাব পড়ে না। এমনটাই বলেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশ জাতীয় দলের ড্রেসিংরুমে গ্রুপিংয়ের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে নাজমুল হাসান পাপন সাক্ষাৎকারে ক্রিকবাজকে জানান, গ্রুপিংয়ের বিষয়টা শোনার পর তিনি খুবই অবাক হয়েছেন এবং বিশ্বাস করতে পারছিলেন না, এটা কিভাবে সম্ভব।

সম্পর্ক যেমনই হোক, মাঠে প্রভাব পড়ে না— সাকিব প্রসঙ্গে তামিম

জাতীয় দলের ড্রেসিংরুমের গ্রুপিংয়ের ব্যাপারে পাপনের মন্তব্যের পর দেশীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপারটি। আর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল আসলে সেখানে সিরিজ নিয়ে প্রশ্নের চেয়ে বেশি প্রাধান্য পেয়েছে এ ব্যাপারটিই।

তবে তামিম ইকবাল জানিয়েছেন দলে নেই কোনো গ্রুপিং। তিনি বলেন, ‘আমি ১৭ বছর ধরে জাতীয় দলে খেলছি। ১৬ বছর আগেও গ্রুপিং দেখিনি, এখনও দেখি না। গত তিনদিন যাবত আমরা অনুশীলন করলাম। এখনও তো কোনোরকম কোনো গ্রুপিং চোখে পড়েনি। অনুশীলনে এসে আমরা সবাই মজা করছি, হাসি ঠাট্টা করছি।’

তামিম আরও বলেন, ‘তবে হ্যাঁ, আমি গত ৬ মাস দলের সাথে ছিলাম না। এই ৬ মাসে কোনো কিছু (গ্রুপিং) বেড়ে উঠলে তো তা আমার জানা থাকার কথা নয়। তবুও আমি বলবো, গ্রুপিংয়ের কোনো সম্ভাবনা নাই। তার কারণ হলো, গত তিনদিন আমরা একসঙ্গে অনুশীলন করছি। সবকিছুই ঠিক আছে, আমরা খুবই আনন্দ করে অনুশীলন করেছি।’

বিজ্ঞাপন

দল যখন খারাপ খেলতো ঠিক সেই সময়টাতেই বাংলাদেশ দলের ভেতর গ্রুপিং আছে বলে প্রচার করা হত। এমনটা দাবি তামিমের। এই ব্যাপারে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘শুধুমাত্র বলার জন্য বলা না, যারা আমাকে কাছ থেকে চেনেন তারা জানেন যে আমি খুবই সোজাসাপ্টা লোক। আমি কোনো কিছু লুকিয়ে বলি না, যা বলি সোজা বলি। আজ, ৫ বছর আগে, ১০ বছর আগে , ১৬ বছর আগে হোক যখন দল ভালো খেলতো না তখনই এই টার্মটা (গ্রুপিং) ব্যবহার করা হতো। বিভিন্নভাবে এই গ্রুপ ওই গ্রুপ।’

সারাবাংলা/এসএস

ঘরোয়া ক্রিকেট ফেরাচ্ছে বিসিবি টপ নিউজ তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সাকিব আল হাসান

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর