লেস্টারকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত আর্সেনালের
২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৪ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৫১
ম্যানচেস্টার সিটির চেয়ে দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে বসেছিল আর্সেনাল। এবার লেস্টার সিটির মাঠে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির করা একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এতেই ম্যানসিটির সঙ্গে পাঁচ পয়েন্টের ব্যবধান করে শীর্ষস্থান আরও পোক্ত করল আর্সেনাল।
কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হয়। এরপর দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই গ্যাব্রিয়েল মার্টিনেল্লির করা গোলে এগিয়ে যায় আর্সেনাল। আর শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে গানার্সরা।
লেস্টারের মাঠে গোটা সময় জুড়েই দুর্দান্ত আর্সেনাল। গোটা ম্যাচের ৬৬ শতাংশ বল দখলে রেখে আক্রমণের পর আক্রমণ করতে থাকে আর্সেনাল। গোটা ম্যাচে মোট ১০টি শট নেয় আর্সেনাল বিপরীতে লেস্টার নেয় মাত্র একটি। অবশ্য আর্সেনালের গোল বরাবর একটি শটও নিতে পারেনি লেস্টার সিটি।
প্রথমার্ধের ২৬ মিনিটের মাথায় ট্রসার্ডের গোলে লিড নেয় আর্সেনাল। জাকার কাছ থেকে পাওয়া বল দারুণ এক শটে গোল করেন ট্রসার্ড। তবে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি গোল বাতিল করেন। গোলের আগে লেস্টার গোলরক্ষককে ফাউল করায় গোল বাতিল করে রেফারি।
বিরতির পর দ্বিতীয়ার্ধে ফিরেই গোলের দেখা পেয়ে যায় গানার্সরা। ৪৬ মিনিটের মাথায় লিড নেয় আর্সেনাল। এবার আর বাতিল হয়নি গোল। লেওনার্দো ট্রসার্ডের বাঁ দিক থেকে আক্রমণে উঠে পাস বাড়ান। এরপর বল পেয়ে ডি বক্সে ঢুকে দূরের পোস্টে শট নেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। আর তাতেই লক্ষ্যভেদ। আর্সেনাল এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে।
৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাকা। তবে অফসাইডের কারণে সেটিও বাতিল হয়ে যায়। এরপর একের পর এক আক্রমণ করে যেতে শুরু করে আর্সেনাল। তবে লেস্টারের রক্ষণ আর ভাঙতে পারেনি আর্সেনাল। শেষ পর্যন্ত ওই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
প্রিমিয়ার লিগে ২৪ ম্যাচ শেষে এটি আর্সেনালের ১৮তম জয়। তিনটি করে ড্র আর হারে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে গানার্সরা। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। তবে এদিনই মাঠে নামছে ম্যানসিটি। থাকছে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ।
সারাবাংলা/এসএস
ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ গ্যাব্রিয়েল মার্টিনেল্লি লেস্টার সিটি বনাম আর্সেনাল