Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সাকে বিদায় করে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৪৫ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৬

ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে লড়াইয়ে পারল না বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে ড্র করাটাই কাল হয়ে দাঁড়াল কিউলদের। আর ইউনাইটেডের মাঠে ২-১ গোলের হারই বিদায়ের বিষাদ এনে দিল কাতালান ক্লাবটিকে। অন্যদিকে ঘরের মাঠে দুর্দান্ত জয়ে ইউরোপা লিগের পরের পর্বে চলে গেল ম্যানচেস্টার ইউনাইটেড।

ইউরোপা লিগের নকআউট রাউন্ডের প্লে-অফের দ্বিতীয় লেগে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। রবার্ট লেভান্ডোফস্কির পেনাল্টি থেকে প্রথমার্ধে লিড নিয়েছিল বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে ফ্রেডের গোলে সমতায় ফেরার পর ৭৩ মিনিটে অ্যান্থনির গোলে ২-১ ব্যবধানে লিড নেয় ইউনাইটেড। এতেই দুই লেগ মিলিয়ে ৪-৩ এগিয়ে থেকে পরের পর্বে রেড ডেভিলরা।

বিজ্ঞাপন

থিয়েটার অব ড্রিমে ম্যাচের শুরু থেকেই আক্রমণে ইউনাইটেড। সুযোগ আসে মাত্র তিন মিনিটের মাথায়। তবে ব্রুনো ফার্নান্দেজের দারুণ এক শট রুখে বার্সাকে পিছিয়ে পড়তে দেননি টার স্টেগান। পরের মিনিটে আক্রমণে যায় বার্সাও তবে রাফিনহার শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠা ম্যাচে ১৮তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। লেভান্ডোফস্কির পেনাল্টি ঝাঁপিয়ে পড়ে বল ছুঁয়ে দেন ডেভিড ডি গিয়া। তবে বল গোলপোস্ট লেগে জালেই জড়ায়। এতেই ১-০ গোলে এগিয়ে যায় বার্সা। তরুণ স্প্যানিশ ডিফেন্ডার আলেহান্দ্রো বাল্দেকে ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডার ফার্নান্দেজ ফাউল করায় পেনাল্টি পেয়েছিল কাতালান ক্লাবটি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় স্বাগতিকরা। বার্সেলোনা বল ক্লিয়ার করতে সময় নিলে পেয়ে যান ফার্নান্দেজ। ডি বক্সের মাথায় তার কাছ থেকে বল পেয়ে ফ্র্যাংকি ডি ইয়ংকে এড়িয়ে জাল খুঁজে নেন ফ্রেড। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি টার স্টেগেন। ৭৩তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। আলেহান্দ্রো গারনাচো ও ফ্রেডের শট ব্লকড হওয়ার পর দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন অ্যান্থনি।

বিজ্ঞাপন

পিছিয়ে পড়ার পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। সুযোগও তৈরি করে কিছু কিন্তু কোনোটিই কাজে লাগাতে পারেনি তারা। এতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ইউরোপার নকআউট রাউন্ডের প্লে অফেই শেষ হলো তাদের ইউরোপ অভিযান।

সারাবাংলা/এসএস

ইউরোপা লিগ ম্যানচেস্টার ইউনাইটেড বনাম পার্টিজেন বেলগ্রেড

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর