ক্রিকেটারদের সঙ্গে হাথুরুসিংহের বৈঠক
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২৩ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৫
‘হাথুরুসিংহে পরিকল্পনা নিয়েই আসছেন’ চন্ডিকা হাথুরুসিংহেকে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে বেছে নেওয়া প্রসঙ্গে এমন কথা বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন। হাথুরুসিংহে নিজেও সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, জেনে-বুঝে পরিকল্পনা নিয়েই আবারও ফিরেছেন বাংলাদেশে। কাজেও তার মিল দেখা যাচ্ছে। কোচিং শুরুর প্রথম দিন ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন শ্রীলংকান এই কোচ। সকল ক্রিকেটারের সম্পর্কে যে ভালো ধারনা আছে সেটা বৈঠকে তুলে ধরেন হাথুরুসিংহে।
আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলে ভাগ হয়ে ওয়ানডে সংস্করণে প্রস্তুতি ম্যাচ খেলছেন ক্রিকেটাররা। ১ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। বাংলাদেশি ক্রিকেটাররা প্রায় দেড় মাস ধরে টি-টোয়েন্টি সংস্করণের বিপিএল খেললেন। ফলে ওয়ানডে সংস্করণে অভ্যস্ত হতেই মূলত এই প্রস্তুতি ম্যাচ।
হাথুরুসিংহে আজ মাঠে চলে আসেন সকাল ১০টার আগেই। শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। ক্রিকেটারদের সঙ্গে প্রথমে পরিচিত হন হাথুরুসিংহে। তারপর আগামীর পরিকল্পনা এবং যার যার দায়িত্ব তুলে ধরেন। ক্রিকেটাররা কে কোন অবস্থায় আছেন এবং পরবর্তীতে কি করতে হবে সেটাও তুলে ধরেছেন লঙ্কান কোচ।
এমনকি আজকের প্রস্তুতি ম্যাচ নিয়েও নাকি কথা বলেছেন হাথুরুসিংহে। বৈঠক শেষে এক ক্রিকেটার বলছিলেন, ‘তিনি সব জেনেশুনে পরিকল্পনা নিয়েই এসেছেন মনে হলো।’
ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে লম্বা সময় ধরে আলোচনা করেছেন জাতীয় দলের কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনের সঙ্গে। বৈঠক শেষে ফেরার পথে মাঠে মমিনুল হকের সঙ্গে দেখা হয়ে যায় হাথুরুসিংহের। ২০১৪ সালে ২০১৭ সাল পর্যন্ত প্রথম দফায় প্রায় সাড়ে তিন বছর বাংলাদেশের হেড কোচের দায়িত্ব পালন করেছেন হাথুরুসিংহে। প্রথম মেয়াদে দায়িত্বপালনকালে মুমিনুলকে স্রেফ টেস্ট ব্যাটার বানিয়ে দিয়েছিলেন তিনি। তা নিয়ে বহু জলঘোলাই হয়েছে।
বহু বছর পর সেই মুমিনুলের সঙ্গে দেখা হলে অনেকক্ষণ ধরেই কথা বলতে দেখা গেল হাথুরুসিংহেকে। দূর থেকে দেখে বুঝা গেল ফোন নাম্বারও আদান প্রদাণ করছেন দুজন।
সারাবাংলা/এসএইচএস