Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়ালের বিপক্ষে দুটি ফাইনাল খেলতে হবে: ক্লপ

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৭

উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ছয় দেখায় লিভারপুলের বিপক্ষে অপরাজিত রিয়াল মাদ্রিদ। যার মধ্যে পাঁচটিতে জিতেছে অল হোয়াইটসরা। আছে চ্যাম্পিয়নস লিগের দুটি ফাইনালে জয়ও। এবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আবারও মুখোমুখি দুই দল। রিয়াল মাদ্রিদের কাছে দুটি ফাইনাল হারা ইয়্যুর্গেন ক্লপ জানিয়েছেন, রিয়ালের বিপক্ষে শেষ ষোলোর টাই জিততে হলে দুটি ফাইনাল খেলতে হবে আর দুটিতেই জিততে হবে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ২টায় অ্যানফিল্ডে রিয়ালকে আতিথ্য দেবে লিভারপুল। আর ঘরের মাঠে রিয়ালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখতে চায় অলরেড কোচ ইয়্যুর্গেন ক্লপ।

বিজ্ঞাপন

ক্লপ বলেন, ‘রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জেতে হলে আমাদের দুটি ফাইনাল খেলতে হবে আর দুটিতেই জিততে হবে। আর আমাদের নিজেদের সবচেয়ে সেরা খেলাটাই মাঠে উপহার দিতে হবে। সম্প্রতি সাফল্য দুই দলের পক্ষেই কথা বলছে। আর দুই দলই শিরোপা জিততে চায় আর সেরা একটি ম্যাচই দেখা যাবে মাঠে।’

প্রিমিয়ার লিগে মোটেও ভালো সময় কাটছে না লিভারপুলের। লিগ টেবিলের ৮ নম্বরে অবস্থান করছে ক্লাবটি। তবে চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ফর্মে আছে অলরেডরা। সম্প্রতি প্রিমিয়ার লিগেও টানা জয়ের পর ফুরফুরে মেজাজে খেলোয়াড়রাও। তাই তো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ আশাবাদী ক্লপ।

তিনি বলেন, ‘শেষ কয়েক সপ্তাহ আমরা যেভাবে খেলছি তাতে আমি খুব খুশি। ফর্মে ফেরার এর চেয়ে আর ভালো সময় হতে পারতো না। আমার মনে হয় আমরা সঠিক সময়ে নিজেদের ফিরে পেয়েছি।’

গেল বছরই প্যারিসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ১-০ গোলের ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছিল লিভারপুল। সে ম্যাচে হারের ক্ষত এখনো শুকায়নি ক্লপের। তাই তো কি ভুল করেছিলেন সেদিনের ফাইনালে সেটা দেখার জন্যও ম্যাচটি পুনরায় দেখেননি তিনি। তবে সম্প্রতি শেষ ষোলতে রিয়ালের মুখোমুখি হওয়ার আগে সেই ম্যাচটি দেখেছেন ক্লপ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি ওই ম্যাচটি পুনরায় দেখিনি। আমি কষ্টের ওই মুহূর্ত দেখতে পারিনি। ওটা আমার কাছে খুবই কষ্টদায়ক। তবে সম্প্রতি আমি সেই ম্যাচটি আবারও দেখেছি বিশ্লেষণের জন্য। আমরা সেদিন দুর্দান্ত খেলেছিলাম আর আমরা জিততেও পারতাম। কিন্তু তারা ফলাফল নির্ধারনি গোলটি পেয়ে যায়। তারা এক মুহূর্তের জন্যও আত্মবিশ্বাস হারায়নি। তারা জানতো ম্যাচে তাদের সময় আসবে আর তারা সে সময়ের জন্যই অপেক্ষা করেছিল। আর সুযোগ আসা মাত্রই তা লুফে নিয়েছিল বলেই তারা শিরোপা জিতেছিল।’

সারাবাংলা/এসএস

ইয়্যুর্গেন ক্লপ উয়েফা চ্যাম্পিয়নস লিগ লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর