Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল ফাইনালে ১৭৫ রান তুলল সিলেট

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২১ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৭

আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হলো না সিলেট স্ট্রাইকার্সের। শেষ দিকেও উইকেট পড়ল টপাটপ। তবে তৃতীয় উইকেটে দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। এই দুজনের ব্যাটে ভর করেই নবম বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৭৫ রানে সংগ্রহ দাঁড় করিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মিরপর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে একদমই ভালো শুরু পায়নি সিলেট। বিপিএলের লিগ পর্বে নিয়মিত টপ অর্ডারে ঝড় তুলেছেন সিলেটের দুই তরুণ নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। কিন্তু বড় ম্যাচে সফল হতে পারেনি সিলেটের ওপেনিং জুটি। কোয়ালিফায়ারের মতো ফাইনালেও ব্যর্থ সিলেটের ওপেনিং জুটি।

বিজ্ঞাপন

২ বল খেলেই ফিরে জান সিলেটের তরুণ ওপেনার তৌহিদ হৃদয়। দ্রুত উইকেট পরে যাওয়ার কারণে তিনে নামেন মাশরাফি বিন মুর্তজা। পাওয়ার প্লে কাজে লাগাতে গত ম্যাচেও তিনে নেমে কার্যকারী একটা ঝড়ো ইনিংস খেলেছিলেন সিলেটের অধিনায়ক। তবে মাশরাফি আজ সফল হতে পারেননি। আন্দ্রে রাসেলের স্লোয়ারে ফিরেছেন ৪ বলে ১ রান করে।

পরপর দুই উইকেট হারিয়ে সিলেট তখন বেশ চাপে। ওপেনার নাজমুল হোসেন শান্তর সঙ্গে তারপর হাল ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। প্রথমে উইকেট ধরে রেখে এগিয়েছেন, সেট হওয়ার পর রানের গতি বাড়িয়েছে দুজনই। তৃতীয় উইকেটে ৫৬ বলে ৭৯ রান তোলেন মুশফিক-শান্ত। সিলেটের ইনিংসের মেরুদণ্ড এই জুটি।

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিপিএলের এক আসরে পাঁচশর বেশি রান করার কৃর্তি গড়ে দলীয় ১০৫ রানের মাথায় ফেরেন নাজমুল হোসেন শান্ত। ৪৫ বল খেলে ৯টি চার ১টি ছয়ের সাহায্যে ৬৪ রান করে মঈন আলীর বলে সরাসরি বোল্ড হয়ে যান শান্ত। তাতেই সিলেটের ইনিংসের গতি কমে যায়।

বিজ্ঞাপন

মুশফিকুর রহিম একপ্রান্ত ধরে রাখলেন শেষ পর্যন্ত। তবে শান্ত ফেরার পর অপর প্রান্তে সিলেটের হয়ে দাঁড়াতে পারেননি আর কেউই।  মোস্তাফিজুর রহমান, মঈন আলীদের বিপক্ষে অপরপ্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সিলেট। অবশ্য মুশফিকুর রহিম এই চাপের মধ্যেই শেষ দিকে দুর্দান্ত ব্যাটিং করে গেছেন।

২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানে থেমেছে সিলেট। মুশফিকুর রহিম শেষ পর্যন্ত ৪৮ বল খেলে ৭৪ রানে অপরাজিত ছিলেন। অভিজ্ঞ ক্রিকেটারের ইনিংসে চারের মার ৫টি, ছক্কা ৩টি। কুমিল্লার হয়ে ৩১ রানে দুই উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বিপিএল ২০২৩

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর