Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল ফাইনালে আগে ব্যাটিং করবে সিলেট

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৫

নবম বিপিএলের ফাইনালে আগে ব্যাটিং করবে মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। শিরোপা নির্ধারনি ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাভাবিকভাবেই সেরা ক্রিকেটারদের নিয়ে একাদশ সাজিয়েছে দুই দল। ফাইনালে অপরিবর্তিত একাদশ নামিয়েছে সিলেট। দ্বিতীয় কোয়ালিফায়ারের দলটাই নামিয়ে দিয়েছে দলটি।

বিজ্ঞাপন

নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসানদের সিলেটের টপ অর্ডার গড়া। মিডল অর্ডারে ভরসা হতে প্রস্তুত মুশফিকুর রহিম। শেষ দিকে ঝড় তোলার সুযোগ খুঁজবেন রায়ান বার্ল ও থিসারা পেরেরা।

কুমিল্লার একাদশে তারকায় ঠাঁসা। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মঈন আলীদের মতো টি-টোয়েন্টির বড় তারকারা আছেন কুমিল্লার একাদশে। সঙ্গে যথারীতি দেশি লিটন দাস, মোস্তাফিজুর রহমানের মতো তারকারাও আছেন।

আজ ফাইনালের আগে এবারের বিপিএলে তিনবার মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। তিন ম্যাচে কুমিল্লা জিতেছে দুবার, সিলেট একবার।

সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, থিসারা পেরেরা, লুক উড, রুবেল হোসেন, তানজিব হাসান সাকিব।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মঈন আলী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, জনসন চার্লস।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বিপিএল ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর