বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের সদস্যকে ফিক্সিংয়ের প্রস্তাব
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫০ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৬
দক্ষিণ আফ্রিকায় চলতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা বাংলাদেশি এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব দিয়েছেন দলের বাইরে থাকা বাংলাদেশ নারী দলেরই অপর এক ক্রিকেটার।
গণমাধ্যমে বিষয়টি উঠে আসার পর ঘটনা স্বীকার করেছেন বিসিবির নারী ক্রিকেট বিভাগের বিভাগিয় প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল। বিষয়টি আইসিসির দুর্নীতি দমন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি।
শফিউল আলম বলেন, ‘প্রস্তাবটি পাওয়ার পর আমাদের খেলোয়াড় দক্ষিণ আফ্রিকায় তখন ম্যানেজমেন্টকে বিষয়টি জানায়। এরপর সেখান থেকে বিসিবিকে জানানো হয়। পরবর্তীতে বিসিবি আইসিসিকে জানিয়েছে। আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট (আকসু) এখন বিষয়টা দেখছে। এখন আইসিসির এখতিয়ার, তারা যেটা করবে।’
এক ক্রিকেটারকে আরেক ক্রিকেটারের ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার একটি অডিও কল রেকর্ড দেশের একটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে। ফিক্সিংয়ের প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি ম্যানেজমেন্টকে জানিয়ে দেন ওই ক্রিকেটার।
বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী দল। দুদিন আগে শ্রীলংকার বিপক্ষে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে নিগার সুলতানা জোত্যির দল হেরেছে ৮ উইকেটে। ধরনা করা হচ্ছে অস্ট্রেলিয়া ম্যাচের আগে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল।
সারাবাংলা/এসএইচএস