Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারকায় ঠাঁসা রংপুরকে বিদায় করে ফাইনালে মাশরাফির সিলেট

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২১ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১১

সিলেট স্ট্রাইকার্সের ১৮২ রানের জবাব দিতে নেমে তারকাসমৃদ্ধ রংপুর রাইডার্সের শুরুটা ভালো হয়নি। তবে রনি তালুকদার ও নিকোলাস পুরানের দুর্দান্ত দুটি ইনিংসে জয়ের ভালো সম্ভাবনা তৈরি হয়েছিল রংপুরের। কিন্তু শেষের হিসেব মিলাতে পারেনি রংপুর। শেষ দিকে সিলেটের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন তানজিব হাসান সাকিব ও লুক উড। যাতে হাড্ডাহাড্ডি লড়াই শেষে নবম বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৯ রানের জয় পেয়েছে মাশরাফির সিলেট।

বিজ্ঞাপন

এই জয়ে নবম বিপিএলের ফাইনাল নিশ্চিত হলো দলটির। অপর দিকে প্লে-অফের পর বড় বড় তারকাদের দলে ভেড়ানো রংপুরের ফাইনাল খেলা হলো না। প্লে-অফ নিশ্চিত হওয়ার পর দাসুন শানাকা, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরান, মুজিব-উর-রহমানদের উড়িয়ে এনেছিল রংপুর। আজকের ম্যাচের আগে ইংলিশ তারকা স্যাম বিলিংসকেও উড়িয়ে এনেছিল দলটি। কিন্তু তাতে ফাইনালের টিকিট মিলল না।

আগামী ১৬ ফেব্রুয়ারি মাঠে গড়াবে নমব বিপিএলের ফাইনাল। যেখানে সিলেটের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৮২ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে সিলেটের শুরুর বোলিংটা হয়েছে দারুণ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে উড়িয়ে আনা ইংল্যান্ডের স্যাম বিলিংসকে (৪ বলে ১ রান) শুরুতেই ফিরিয়ে দেন রংপুরের তরুণ পেসার তানজিব হাসান সাকিব।

নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন সিলেটের তানজিব হাসান সাকিব ও জর্জ লিন্ডে। এই দুজনের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে পাওয়ার প্লে-তে রান তুলতে পারেননি রংপুরের ওপেনার রনি তালুকদার ও তিনে নামা শামীম হোসেন পাটোয়ারি। পাওয়ার প্লে-তে ২ ওভারে ৩৭ রান তুলতে পেরেছে রংপুর।

তবে নিকোলাস পুরান চারে নেমে পাল্টা আক্রমণের পথ বেছে নিলে ম্যাচের রং পাল্টাতে থাকে। অপরপ্রান্তে ওপেনার রনি তালুকদারও হাত খুলতে থাকেন। পুরান মাত্র ১৪ বলে ১টি চার ৪টি ছয়ে ৩০ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে রংপুরকে অনেকটা এগিয়ে নেন। এরপর অধিনায়ক নুরুল হাসান সোহান পাঁচে নেমে রনি তালুকদারের সঙ্গে জুটি বাঁধেন।

নুরুলও বেশ ভালোই এগুচ্ছিলেন। শেষ ৩০ বলে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ৪৬ রান। হাতে তখন ৭ উইকেট। সেট ব্যাটার নুরুল হাসান সোহান ও রনি তালুকদার তখনো অপরাজিত। কিন্তু ১৮তম ওভারের প্রথম বলে সোহান ফিরলেই পাল্টে যায় ম্যাচের রং।

বিজ্ঞাপন

রংপুরের হয়ে ১৮তম ওভারে তানজিব হাসান সাকিব এবং ১৯তম ওভারে লুক উড দুর্দান্ত বোলিং করেছেন। ১৮তম ওভারে সাকিব মাত্র ২ রান খরচ করে নেন দুই উইকেট। আর ১৯তম ওভারে উড ৩ রান দিয়ে নিয়েছেন ‍দুই উইকেট। এই দুই ওভারেই ম্যাচে সিলেটের হাতে চলে আসে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রানে থেমেছে রংপুর।

রনি তালুকদার ৫২ বলে ৭টি চার, ২টি ছয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন। নুরুল হাসান সোহান ২৪ বলে ৪টি চারের সাহায্যে ৩৩ রান করেছেন। ম্যাচসেরা পুরস্কার জেতা সিলেটের পেসার তানজিব হাসান সাকিব ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন লুক উড। ৪২ রান খরচায় দুই উইকেট নিয়েছেন রুবেল হোসেন।

এর আগে সিলেটের ইনিংসটি এগিয়েছে ‘দশে মিলে করি কাজ’ পন্থায়। সিলেট স্ট্রাইকার্সের শুরুটা প্রত্যাশিত হয়নি। সিলেটের তারুণ্যনির্ভর টপ অর্ডার বিপিএলের লিগ পর্বের ম্যাচগুলোতে শুরুতে নিয়মিত ঝড় তুলেছে। কিন্তু প্রথম কোয়ারিফায়ারের মতো আজ দ্বিতীয় কোয়ালিফায়ারেও সেভাবে জ্বলে উঠতে পারল না তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্তরা।

দুজন ওপেনিং জুটিতে ৬৫ রান অবশ্য তুলেছেন। কিন্তু বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। প্রথম ৭ ওভারে দুজন মিলে রান তুলতে পেরেছেন ৪৮, অর্থাৎ ওভারপ্রতি তখন সাতেরও কম করে রান তুলেছেন দুজন। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ব্যাটিং করা তৌহিদ হৃদয় ২৫ বলে ২৫ রান করে ফিরেছেন হাত খোলার আগেই। ফলে রানের গতি বাড়াতে তিনে নেমে পরেন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি পাল্লা আক্রমণে দ্রুত রান তুলেছেনও। ইনিংসটা বড় করতে না পারলেও তার ১৬ বলে ৩ চার ১ ছয়ে ২৮ রানের ইনিংসটি সিলেটের ইনিংসের গতি বাড়িয়েছে। মিডল অর্ডারে তরুণ জাকির হাসান ও  রায়ান বার্ল ক্রিজে নেমেই ঝড় তুলতে চেয়েছেন। দুজন দুর্দান্তভাবে এগুচ্ছিলেনও। কিন্তু দুজনের কেউই ইনিংস বড় করতে পারেননি। অভিজ্ঞ মুশফিকুর রহিমও মিডল অর্ডারে সুবিধা করতে পারেননি।

১৭তম ওভারের দ্বিতীয় বলে সিলেটের ষষ্ঠ ব্যাটার হিসেবে মুশফিকুর রহিম যখন ফিরলেন দলের রান তখন ১৪২। বাকি সময়ে ব্যাটিংয়ে ঝড় তুলে সিলেটের স্কোরকে চ্যালেঞ্জিং একটা পর্যায়ে গেছেন দুই বিদেশি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রানে খেমেছে সিলেট। জর্জ লিন্ডে ১০ বলে ১টি চার ২টি ছয়ে তখন ২১ রানে অপরাজিত। থিসারা পেরেরা ১৫ বলে ২১ রানে অপরাজিত ছিলেন।

সিলেটের পক্ষে ওপেনার নাজমুল হোসেন শান্ত ৩০ বলে ৫টি চার ১টি ছয়ে সর্বোচ্চ ৪০ রান করেন। রায়ান বার্ল ৬ বলে ১৫ ও জাকির হাসান ১৩ বলে ১৬ রান করেন। রংপুরের হয়ে হাসান মাহমুদ ৩৪ রানে ও দাসুন শানাকা ৪৫ রানে দুটি করে উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বিপিএল ২০২৩ মাশরাফি বিন মুর্তজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর