Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের সমাপনী মাতাবেন জেমস-ওয়ারফেজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০২

এবারের নবম বিপিএলের উদ্বোধনীতে বড় কোনো আয়োজন দেখা যায়নি। তবে বিপিএল জমে উঠলে বোর্ডের পক্ষ থেকে সমাপনীতে জামকালো আয়োজনের আভাস দেওয়া হয়েছিল। সেটিই হতে যাচ্ছে। নবম বিপিএলের সমাপনীতে জাঁকজমকপূর্ণ আয়োজনের উদ্যোগ নিয়েছে বিসিবি। সমাপনীতে পারফর্ম করতে দেখা যাবে দেশের জনপ্রিয় সংগীত শিল্পীদের।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, দেশের জনপ্রিয় ব্যান্ড দল নগরবাউল জেমস, ওয়ারফেজকে পারফর্ম করতে দেখা যেতে পারে বিপিএলের সমাপনীতে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘চেষ্টা করা হচ্ছে জেমস, ওয়ারফেজ এবং মাকসুদ ভাইকে আনার। প্রাথমিকভাবে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা আশা করছি উনারাই পারফর্ম করবেন।’

বিদেশি তারকাদের বিপিএলের সমাপনীতে আনার আলোচনা শোনা যাচ্ছিল। তবে আপাতত সেটা সম্ভব হচ্ছে না বলে জানালেন নিজামউদ্দিন। তিনি বলেন, ‘এটা এই মুহূর্তে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। স্পেশালি বর্তমান সার্বিক প্রেক্ষাপটে এটা আমাদের কাছে একটা অপশন মনে হচ্ছে না। আমাদের যারা এবার জনপ্রিয় ব্যান্ড সঙ্গীতশিল্পী রয়েছেন তাদের পারফরম্যান্সটাই চাচ্ছি।’

আগামী ১৬ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। শিরোপা নির্ধারনি ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়। উদ্বোধনী আয়োজন বেলা সাড়ে ৩টায় শুরু হবে বলে জানালেন বিসিবির সিইও। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আতশবাজির সঙ্গে থাকছে বিম শো। শুরু হবে ৩.৩০ থেকে। ম্যাচ শুরু হওয়ার আগেই শেষ হবে কনসার্ট। পুরস্কার বিতরণের পর হবে বিম শো।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর