Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়ালের চেয়ে আরও এগিয়ে বার্সা

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২২

রক্ষণের দুর্দান্ত পারফরম্যান্স ধরেই রেখেছে বার্সেলোনা। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের শুরুতেই পেদ্রির করা গোলে ভিয়ারিয়ালকে হারিয়েছে বার্সেলোনা। আর তাতেই লা লিগায় শিরোপার লড়াইয়ে রিয়ালের চেয়ে আরও এগিয়ে গেল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেল এক ম্যাচ বেশি খেলা বার্সা।

১৬ মিনিটের মাথায় জুলেস কুন্দে প্রতিপক্ষের থেকে বল কেড়ে নেওয়ার পর দুই জন সতীর্থের পা ঘুরে পেয়ে যান লেভানদোভস্কি। তার চমৎকার ফ্লিকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে বাকিটা সারেন পেদ্রি। পরের মিনিটেই সমতা ফেরাতে পারত ভিয়ারিয়াল। প্রতি-আক্রমণে পেনাল্টি স্পটের কাছে বল পান হোসে লুইস মোরালেস। কিন্তু উল্টো দিকে ঘুরে ঠিক মতো শট নিতে পারেননি তিনি, বলও থাকেনি লক্ষ্যে। বেঁচে যায় বার্সেলোনা।

বিজ্ঞাপন

২১ ম্যাচে ১৮ জয় ও দুই ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৫৬। এক ম্যাচ কম খেলা রিয়াল ৪৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আটে আছে ভিয়ারিয়াল। দিনের অপর ম্যাচে সেল্টা ভিগোকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৮ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে আটলেটিকো। ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল সোসিয়েদাদ।

সারাবাংলা/এসএস

জাভি হার্নান্দেজ বার্সেলোনা বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর