Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউনাইটেডকে দুই ঘণ্টাও দুইয়ে থাকতে দেয়নি ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৫

লিডস ইউনাইটেডের বিপক্ষে শেষদিকের দুই গোলে দুর্দান্ত জয় তুলে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। আর তাতেই ম্যানচেস্টার সিটিকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে রেড ডেভিলদের দুই ঘণ্টাও দুই নম্বরে থাকতে দেয়নি সিটিজেনরা। নিজেদের ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলের ব্যবধানে উড়িয়ে আবারও লিগ টেবিলের দুইয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে রোববার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। রদ্রির গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ইয়াকি গুন্দোয়ান আর তিন নম্বর গোলটি করেন রিয়াদ মাহরেজ। ইপিএলে নিজেদের শেষ চার ম্যাচের মধ্যে দুটিতেই হেরেছে সিটি। যার মধ্যে গত সপ্তাহে টটেনহাম হটস্পার্সের বিপক্ষে। দারুণ পারফরম্যান্সে ফের জয়ের পথে ফিরল গুয়ার্দিওলার দল।

বিজ্ঞাপন

লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে তাদের মাঠে জয় পায়নি সিটি। সেবার ১-১ গোলে সমতায় শেষ হয়েছিল ম্যাচটি। এবার অবশ্য প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি তারা, এগিয়ে যায় ম্যাচের শুরুতেই। প্রিমিয়ার লিগে কোচ গার্দিওলার এটি ২৫০তম ম্যাচ। এর মধ্যে তার জয় ১৮৪টি। এই প্রতিযোগিতায় যে কোনো কোচের হিসেবে ২৫০ ম্যাচে এটাই সর্বোচ্চ জয়। আড়াইশ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৬৪ জয় পেয়েছিলেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ।

২২ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিরেছে সিটি। এক ম্যাচ কম খেলে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। দিনের প্রথম ম্যাচে লিডস ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে দুইয়ে উঠে আসে ম্যানচেস্টার ইউনাইটেড। সিটির জয়ে আবারও তারা নেমে গেছে তিন নম্বরে, ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। ২২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে নিউক্যাসল ইউনাইটেড। পাঁচ নম্বরে টটেনহাম হটস্পার্সের পয়েন্ট ৩৯, তারা এক ম্যাচ বেশি খেলেছে।

বিজ্ঞাপন

তবে ইপিএলে এবারের মৌসুমে সময় ভালো কাটছে না লিভারপুল এবং চেলসির। ২২ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে চেলসি। দুই ম্যাচ কম খেলা লিভারপুল ২৯ পয়েন্ট নিয়ে আছে ১০ নম্বরে।

সারাবাংলা/এসএস

অ্যাস্টন ভিলা ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর