Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল বিদায়, ফাইনালের কাছাকাছি রংপুর

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৯ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪২

ফরচনু বরিশালের ১৭০ রানের জবাব দিতে নেমে শামীম হোসেন পাটোয়ারির ব্যাটে প্রথম দশ ওভার দাপুটে এগিয়েছে রংপুর রাইডার্স। তবে এরপর দ্রুত কয়েকটা উইকেট হারিয়ে বিপদে পরেছিল দলটি। শেষ দিকে মেহেদি হাসান দারুণ এক কার্যকরী ইনিংস খেলে সেই বিপদ কাটিয়ে রংপুরকে রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন।

নবম বিপিএলের এলিমিনেটর ম্যাচে বরিশালের বিপক্ষে ৩ বল হাতে রেখে চার উইকেটের জয় নিশ্চিত করেছে রংপুর। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত হলো রংপুরের। সেই ম্যাচ জিতলেই ফাইনাল। অপর দিকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট সাকিব আল হাসানের ফরচুন বরিশাল বিদায় নিল এলিমিনেটর থেকেই।

বিজ্ঞাপন

এলিমিনেটর ম্যাচে জিতলে ফাইনালের কাছাকাছি আর হারলেই বিদায়- এমন ম্যাচে দলে তারকার হাট বসিয়েছে রংপুর রাইডার্স। দুই ক্যারিবিয়ান নিকোলাস পুরান, ডোয়াইন ব্রাভো, আফগানিস্তানের মুজিব উর রহমান, শ্রীলংকার দাসুন শানাকাকে উড়িয়ে এনেছে দলটি। তাতে ফেভারিট বরিশালের বিপক্ষে স্মরণীয় এক জয়ও মিলল।

রোববার (১২ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭০ রানের জবাব দিতে নেমে স্কোরবোর্ডে কোন রান জমা না হতেই ওপেনার নাঈম শেখকে হারিয়েছে রংপুর। তবে সেই ধাক্কা বুঝতেই দেননি শামীম পাটোয়ারি ও রনি তালুকদার। তরুণ শামীমকে আজ তিনে পাঠানো হয়েছিল। বরিশালের বোলিং পরিকল্পনা এলোমেলো করে দিতেই হয়তো! শামীম এলোমেলো করে দিলেনও বটে!

দ্বিতীয় উইকেটে মাত্র ৩৯ বলে ৬১ রান তুলেছেন দুজন। ফর্মে থাকা রনি ১৭ বলে ২৯ রান করে ফিরেছেন দলীয় ৬১ রানের মাথায়। এরপর শামীম একপ্রান্তে অবিচলই ছিলেন, কিন্তু অপরপ্রান্তে থিতু হতে পারছিলেন না কেউ। অধিনায়ক নুরুল হাসান সোহান ব্যাটিং অর্ডার উন্নতি করে চারে নেমে ১৩ বলে ১৮ রান করে ফিরেছেন।

বিজ্ঞাপন

এরপর ২৯ রানের মধ্যে শামীম নিজে এবং নিকোলাস পুরান (৫) ও ডোয়াইন ব্রাভো (২) ফিরলে বিপদে পরে রংপুর। তখন মনে হচ্ছিল ম্যাচ জিততে পারে যেকোনো দলই। মেহেদি হাসান শেষ দিকে স্নায়ুযুদ্ধে জয়ী করেছেন রংপুরকে।

১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৭২ রান তুলে ফেলে রংপুর। শামীম ৫১ বলে ৪টি করে চার-ছয়ে ৭১ রান করেছেন। মেহেদি ৮ বলে ৪টি চারে ১৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। দাসুন শানাকা ১২ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন। বরিশালের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি ও সাকিব আল হাসান।

এর আগে বরিশাল ব্যাটিং করেছে এলোমেলো ব্যাটিং লাইনআপে। বিপিএলে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। সর্বোচ্চ রান সংগ্রাহক তৌহিদ হৃদয়ের চেয়ে সাকিবের মাত্র ৩ রান কম। তার স্ট্রাইকরেটও ঈর্যণীয়, ১৭৪.৪১। টুর্নামেন্টজুড়ে সচরাচর তিন-চারে ব্যাটিং করা সাকিব আজ ব্যাটিংয়েই নামলেন না! বরিশালের হয়ে নিয়মিত ওপেনিং করা এনামুল হক বিজয় একাদশে থাকলেও ব্যাটিং করতে নামেননি। তার জায়গায় আন্দ্রে ফ্লেচারের সঙ্গে ওপেনিং করতে নেমে অবশ্য দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন মেহেদি হাসান মিরাজ।

পাঁচ-ছয়ে ব্যাটিং করে আসা মাহমুদউল্লাহ আজ নেমেছিলেন তিনে। করিম জানাত সাধারণত শেষের দিকে ব্যাটিং করে থাকেন, কিন্তু আজ অফগান তারকাকে নামানো হয় চারে। মিরাজ, মাহমুদউল্লাহ, করিম জানাতরা একে একে ব্যাটিং অর্ডারে উন্নতি করে আগে ব্যাটিং করলেও সাকিব আল হাসান ব্যাট হাতে মাঠে নামেননি। এমন এলোমেলো ব্যাটিং লাইনআপে বরিশালের ব্যাটিংটা খুব একটা খারাপ হয়েছে সেটা অবশ্য বলা যাবে না। একটা সময় মনে হচ্ছিল, ‍দুইশ’র আশেপাশেই হয়তো চলে যাবে দলটি। কিন্তু শ্রীলংকান অলরাউন্ডার দাসুন শানাকার দারুণ এক স্পেল সেই সম্ভবনা শেষ করে দিয়েছে।

আগে ব্যাটিং করতে নামা বরিশালের ওপেনিং জুটিটা জমেনি। মিরাজ শুরু থেকে মেরে খেললেও উড়িয়ে আনা অপর ওপেনার ফ্লেচার সেভাবে মেলে ধরতে পারেননি। রকিবুল হাসানকে উড়িয়ে মারতে গিয়ে সীমানায় ধরা পরার আগে ১৬ বলে ১২ রান করেছেন ক্যারিবিয়ান তারকা।

তিনে নেমে মাহমুদউল্লাহ শুরুতে রানের জন্য সংগ্রাম করেছেন। তবে সেট হয়ে দারুণ কয়েকটি শট খেলেছেন টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক। ২১ বলে ৪টি চার ১টি ছয়ে ৩৪ রান করে আউট হয়েছেন তিনি। সাকিবকে না নামিয়ে এরপর করিম জানাতকে ক্রিজে পাঠায় বরিশাল।

দারুণ বোলিং করতে থাকা ডোয়াইন ব্রাভো ও মুজিব উর রহমানকে পাল্লা আক্রমণের পরিকল্পনাতেই হয়তো এই সিদ্ধান্ত। কিন্তু ব্রাভোর বলে বেশ ভুগেছেন আফগান অলরাউন্ডার জানাত। প্রথম ১৩ বলে তার রান ছিল ১২। শেষ দিকে হাসান মাহমুদকে সামনে পেয়ে অবশ্য রানের গতি বাড়িয়েছে। ইনিংসের শুরুর দিকে ভুগতে থাকা ভানুকা রাজাপাক্ষেও শেষ দিকে রানের গতি বাড়াতে পেরেছেন।

২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭০ রানে থেমেছে বরিশাল। করিম জানাত তখন ২৫ বলে ৩টি চার ১টি ছয়ে ৩৩ রানে অপরাজিত। ভানুকা রাজাপাক্ষে ১০ বলে ১টি করে চার-ছয়ে ১৭ রানে অপরাজিত ছিলেন।

রংপুরের হয়ে দাসুন শানাকা ৩ ওভারে  ২৩ রান খরচায় দুই উইকেট নিয়েছেন। মুজিবুর রহমান ৩ ওভারে ১৯ ও ডোয়াইন ব্রাভো ৪ ওভারে ২৯ রান খরচ করেছেন।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বিপিএল ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর