আবারও পয়েন্ট হারাল আর্সেনাল
১১ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১৮ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১৯
২০২২/২৩ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধান। তবে টানা দুই ম্যাচে এই ব্যবধান বাড়ানোর সুযোগ থাকলেও হাতছাড়া করল গানার্সরা। এভারটনের কাছে ১-০ গোলে হারের পর এবার ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের বিপক্ষে এগিয়েও গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে লিগ লিডার আর্সেনাল।
এমিরেটস স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ট্রসার্ডের গোলে লিড নেয় আর্সেনাল। তবে মাত্র ৮ মিনিট পর টনির গোলে সমতায় ফেরে ব্রেন্টফোর্ড। এরপর শেষ পর্যন্ত লড়াই চালিয়েও আর ম্যাচে লিড নিতে পারেনি গানার্সরা। চলতি মৌসুমে এটি আর্সেনালের তৃতীয় ড্র। যার দুটিই এলো শেষ পাঁচ ম্যাচের ভেতর। আর মৌসুমে মাত্র দুটি হারের একটি এসেছে এই পাঁচ ম্যাচের ভেতরেই। তবুও লিগে ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ বেশি খেলে ৪৩ পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে অবস্থান করছে ব্রেন্টফোর্ড।
এভারটনের কাছে আকস্মিক হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটসে শক্ত প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড হলেও সাম্প্রতিক ফর্মের বিচারে এগিয়েই ছিল আর্সেনাল। ম্যাচের শুরু থেকেই ব্রেন্টফোর্ডের ওপর চাপ ধরে রেখে করতে থাকে আর্সেনাল। ১৫ মিনিটে মার্টিন ওডেগার্ডের সঙ্গে পাস দেওয়া নেওয়া করে দারুণ আক্রমণ সাজান বুকাও সাকা। বল নিয়ে ডি বক্সে ঢুকে শট করার আগে ঘাসে পা বেধে যায় সাকার এতেই জোর দিয়ে শট নিতে পারেননি।
টানা তিন ম্যাচ জয়হীন চেলসি
২৫তম মিনিটে এসে গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল সফরকারিরা। ব্রেন্টফোর্ড স্ট্রাইকার টনির দুর্দান্ত এক শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ৩৯ মিনিটে টনির নেওয়া ৩০ গজ দূরের শট রামসডেল ঝাঁপিয়ে পড়ে ফেরান। আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হয়।
দ্বিতীয়ার্ধের ফিরেই আক্রমণ বাড়ায় আর্সেনাল। গোলের জন্য অপেক্ষা করতে হয় মাত্র মিনিট বিশেক। ৬৬তম মিনিটে বুকায়ো সাকার দুর্দান্ত এক পাস থেকে ছয় গজের ভেতর থেকে গোল করেন ট্রসার্ড। আর্সেনাল এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে। তবে আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি গানার্সদের। ৭৪ মিনিটের মাথায় ক্রিস্তিয়ান নরগার্ডের ক্রস থেকে ডি বক্সের ভেতর লাফিয়ে উঠে হেড করেন ব্রেন্টফোর্ড স্ট্রাইকার টনি। আর তাতেই লক্ষ্যভেদ। ব্রেন্টফোর্ড ১-১ গোলে সমতায় ফেরে।
এরপর ম্যাচের শেষ পর্যন্ত লড়াই করতে থাকে আর্সেনাল লিড নেওয়ার। তবে আর গোলের দেখা পায়নি কেউই। এতেই ম্যাচ শেষ হয় ১-১ গোলের সমতায়।
দিনের অপর ম্যাচে টটেনহাম হটস্পার্সকে ৪-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে লেস্টার সিটি। ম্যাচের ১৪তম মিনিটে বেনটাকারের গোলে এগিয়ে যায় টটেনহাম। তবে ২৩ মিনিটে মেন্ডি, ২৫ মিনিটে ম্যাডিসন, ইহানাচো ৪৫ মিনিটে আর বার্নস ৮১তম মিনিটে গোল করে লেস্টারের পক্ষে। এতেই ৪-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে লেস্টার।
লিগ টেবিলে ২৩ ম্যাচে ১২ জয়ে ৩৯ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহাম। ২২ ম্যাচে ৭ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে লেস্টার সিটি।
সারাবাংলা/এসএস