Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা তিন ম্যাচ জয়হীন চেলসি

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৯

দুর্দশা কিছুতেই পিছু ছাড়ছে না চেলসির। শীতকালীন দলবদলের মৌসুমে কাড়ি কাড়ি অর্থ খরচ করে পছন্দের খেলোয়াড় দলে ভিড়িয়েও জয়ের দেখা পাচ্ছে না লন্ডনের ক্লাবটি। প্রিমিয়ার লিগের ম্যাচে এবার ওয়েস্ট হামের বিপক্ষে এগিয়েও গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করল চেলসি। প্রিমিয়ার লিগে এই নিয়ে টানা তিন ম্যাচ জয়হীন রইলো অল ব্লুজরা। লিগে সর্বশেষ ১৫ জানুয়ারি ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পেয়েছিল তারা।

বিজ্ঞাপন

লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচের ১৬ মিনিটে দলের দুই নতুন সদস্যের যুগলবন্দিতে এগিয়ে যায় চেলসি। বেনফিকা থেকে রেকর্ড অর্থের বিনিময়ে দলে ভেড়ানো এনজো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ধারে দলে ভেড়ানো জাও ফেলিক্সের গোলে লিড নেয় চেলসি। এর মাত্র ১২ মিনিট পর ম্যাচের ২৮তম মিনিটে এমারসন রয়েলের গোলে সমতায় ফেরে ওয়েস্ট হাম। শেষ দিকে ওয়েস্ট হাম গোল করে লিড নিলেও তা অফসাইডের কারণে বাতিল হয়। আর ম্যাচ শেষ হয় ১-১ গোলের ড্র’তে।

বিজ্ঞাপন

২০২২/২৩ মৌসুমে প্রিমিয়ার লিগের ২২ ম্যাচ খেলে মাত্র ৮ জয়ের বিপরীতে ৭টি করে হার এবং ড্র’তে চেলসির পয়েন্ট ৩১। আর তাতেই পয়েন্ট টেবিলে অবস্থান ৯ নম্বরে। অন্যদিকে সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হাম আছে ১৫ নম্বরে।

ওয়েস্ট হামের ঘরের মাঠ লন্ডন স্টেডিয়ামে শুরুটা দারুণ করেছিল চেলসি। ম্যাচের ১৬ মিনিটের মাথায় ডি বক্সের বাইরে থেকে ওয়েস্ট হামের রক্ষণের ওপর দিয়ে ছয় গজের ভেতর বল ক্রস করেন এনজো ফার্নান্দেজ। আর গোলরক্ষকের ঠিক সামনে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক গোল করেন জাও ফেলিক্স। এতেই টানা দুই ম্যাচের গোলখরা কাটে অল ব্লুজদের। প্রিমিয়ার লিগে দলটির শেষ গোল ছিল ১৫ জানুয়ারি ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। এরপর লিভারপুল এবং ফুলহামের বিপক্ষে খেললেও গোলের দেখা পায়নি চেলসি।

লিড নেওয়ার মিনিট ছয়েক পরে আরেক গোল করে চেলসি। নতুন সাইনিং মাড্রিকের পাস থেকে দারুণ এক গোল করেন কাই হার্ভাটজ। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। এরপর ২৮তম মিনিটে এমারসনের দারুণ এক গোলে ম্যাচে সমতায় ফেরে ওয়েস্ট হাম। প্রথমার্ধের বাকি সময়টা চেলসির একের পর এক আক্রমণ ঠেকাতে প্রাণপণ লড়াই চালায় হামার্সরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে যায় চেলসি। তবে পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারছিল না গ্রাহাম পটারের দল। ৬০ মিনিট পার হতেই আক্রমণভাগে খেলোয়াড় বাড়ালেও ওয়েস্ট হামের রক্ষণ আর ভাঙতে পারেনি চেলসি। উল্টো ম্যাচের শেষ দিকে এসে হারতে বসেছিল তারা। ৮২তম মিনিটে ফ্রিকিক জেতে ওয়েস্ট হাম। সেট পিস থেকে দারুণ এক ক্রস করেন এমারসন। তার ক্রস থেকে মাথা দিয়ে ফ্লিক করে বল জালে জড়ান সচেক। তবে পরবর্তীতে রেফারি ভিএআর দেখে অফসাইডের কারণে গোল বাতিল করলে হার এড়ায় চেলসি। আর ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।

সারাবাংলা/এসএস

ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ ওয়েস্টহাম বনাম চেলসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর