Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সাকে নিয়ে কটূক্তি করে ক্ষমা চাইলেন মেসির ভাই

স্পোর্টস ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ক্লাব এফসি বার্সেলোনা। ইতিহাস ঐতিহ্যে কোনো অংশে কম নয় কাতালান ক্লাবটি। সেই ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসি, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। তবে লিওনেল মেসি বার্সায় খেলার আগে ক্লাবটিকে কেউ চিনতো না বলাটা একটু বেশিই বাড়াবাড়ি। এমনই আপত্তিকরা মন্তব্য করেছিলেন লিওনেল মেসির ভাই ম্যাথিয়াস মেসি। এমন কটূক্তি করার পর সমর্থকদের রোষানলে পড়ে পরবর্তীতে ক্ষমা চেয়েছেন ম্যাথিয়াস মেসি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিও স্ট্রিমিং সাইট ‘টুইচ’ এ লাইভ করার সময় ভক্ত সমর্থকদের নানান প্রশ্নের জবা দেন ম্যাথিয়াস। সেখানেই বার্সাকে নিয়ে মাতিয়াস মেসি বলেন, ‘বার্সেলোনাকে মানুষ চিনতে শুরু করে মেসি আসার পর। আগে এই ক্লাবটির সম্পর্কে কেউ জানতো না। তারা শুধু রিয়াল মাদ্রিদকে চিনতো। কিন্তু মেসিকে ওরা যেভাবে প্রতিদান দিয়েছে সেটা মোটেও ভালো ছিল না।’

আর ক্লাব নিয়ে এমন মন্তব্য মোটেও ভালোভাবে নেননি ভক্ত সমর্থকরা। ম্যাথিয়াস মেসি পড়েন সমালোচনার মুখে। আর সমর্থকদের রোষানলে পড়ে আগেই সেই ভিডিও সরিয়ে ফেলেছেন ম্যাথিয়াস। এরপর বুধবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করে ক্ষমা চেয়েছেন তিনি।

ম্যাথিয়াস মেসি লেখেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যা বলেছি, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমি শুধু বন্ধু ও ছেলের সঙ্গে মজা করছিলাম। বার্সেলোনা শহরের মতোই ঐতিহ্যবাহী এমন ক্লাবকে নিয়ে এমন চিন্তা আমি কীভাবে করতে পারি! যে ক্লাবটি আমার পরিবার ও লিওকে এত কিছু দিয়েছে। সবার কাছে দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে সকল বার্সা সমর্থকদের।’

সারাবাংলা/এসএস

ক্ষমা প্রার্থনা বার্সেলোনা মেসির ভাই ম্যাথিয়াস মেসি লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর